ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

স্মার্টফোনে কোডিং শেখাবে গুগল অ্যাপ

আইটি: স্মার্টফোনে কোডিং শেখাতে নতুন অ্যাপ উন্মোচন করেছে গুগল। যারা কোডিং শুরু করতে চান তাদের সহায়তা করতেই আনা হয়েছে ‘গ্রাসহপার’ নামের অ্যাপটি।গুগলের পরীক্ষামূলক পণ্যের ওয়ার্কশপ ‘এরিয়া ১২০’ তে নতুন এই অ্যাপটি বানিয়েছে এক দল কোডার, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে।
বুধবার এক ব্লগ পোস্টে গুগল জানায়, “কোডিং এক অপরিহার্য দক্ষতায় পরিণত হচ্ছে এবং সবাই যাতে কোডিং শিখতে পারেন তা সম্ভব করতে চাই আমরা, এমনকি জীবন যখন ব্যস্ত হয়ে ওঠে।”“আমরা গ্রাসহপার বানিয়েছি যাতে আপনারা মজা নিয়ে এবং সহজে কোডিং শুরু করেন।”“আমরা গ্রাসহপারকে ফোনে এনেছি যাতে আপনি যাতায়াত বা লাইনে অপেক্ষার সময়টি শেখার কাজে লাগাতে পারেন।”গ্রাহক চাইলে এখনি অ্যান্ড্রয়েড বা আইওএস স্মার্টফোনে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়, কোডারদের মৌলিক বিষয়গুলো ও মূল ধারণাগুলোতে দক্ষ করাই এর লক্ষ্য, যাতে করে তারা তাদের কোডিং শিক্ষার পরবর্তী ধাপ নিতে পারে।নতুন এই অ্যাপটিতে কয়েকটি কোর্স রাখা হয়েছে। এর মধ্যে একটি ‘দ্য ফান্ডামেন্টালস’ যেখানে কোডার শিখতে পারবেন কোড কীভাবে কাজ করে।
এ ছাড়া আরও দু’টি কোর্স রয়েছে গ্রাসহপারে। এর মধ্যে একটিতে শেখানো হবে ডি৩ লাইব্রেরি ব্যবহার করে কীভাবে কোনো আকৃতি আঁকা যায় এবং অন্যটিতে ডি৩ ব্যবহার করে আরও জটিল ফাংশান তৈরি করা শেখানো হবে।

You must be Logged in to post comment.

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান     |     আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |