ঢাকা, শুক্রবার, ৮ই ডিসেম্বর ২০২৩ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

স্মার্ট কর্নারই বাস্তবায়ন করবে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন -কবির বিন আনোয়ার

পঞ্চগড় প্রতিনিধি:বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার ডাক দিয়েছিলেন। সে লক্ষ্য পূরণ করে এবার স্মার্ট বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন। স্মার্ট কর্নারই বাস্তবায়ন করবে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় জিরো পয়েন্টে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্মার্ট কর্নারের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ডিজিটালি চিঠিপত্র ও ম্যাসেজ তাৎক্ষণিক আদান প্রদানের সুযোগ সুবিধা সম্বলিত সমষ্টিকে স্মাট কর্ণার বলা হচ্ছে।
কবির বিন আনোয়ার বলেন, ‘২০০৮ সালের নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রী দিনবদলের সনদ ঘোষণা করেছিলেন। তাতে বলা ছিল, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করব। দেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করব। প্রধানমন্ত্রীর সুদূর প্রসারী নেতৃত্বের ফলে আমরা সেটি এরইমধ্যে অর্জন করতে সক্ষম হয়েছি। এখন তিনি জাতির সামনে একটি লক্ষ্য নির্ধারণ করেছেন, আর সেটি হবে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ। ২০৪১ সালে তিনি যে উন্নত বাংলাদেশের কথা বলছেন সেটি হলো উন্নত, আত্মমর্যাদাশীল ও স্বনির্ভর দেশ। কারও মুখাপেক্ষী নয়, মাথা উঁচু করে দাঁড়ানো।’
প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ডাক দিয়েছেন সেখানেও বাংলাদেশ আওয়ামী লীগ অগ্রপথিকের ভূমিকা পালন করেছে উল্লেখ করে কবির বিন আনোয়ার বলেন, ‘এর ফলে সারা দেশের প্রত্যেকটি দলীয় কার্যালয় আরও ডিজিটালাইজড ও স্মার্ট করে গড়ে তোলার লক্ষ্যে কাজ শুরু করেছি। তারই ধারাবাহিকতায় আজ পঞ্চগড় জেলায় উদ্বোধন করা হলো স্মার্ট কর্নার। এই নিয়ে দেশের ৩৯ টি জেলায় স্মার্ট কর্নার উদ্বোধন হয়েছে। দেশের সব জেলাতেই এই কর্নার চালু করা হবে। পরবর্তীতে উপজেলা পর্যায়েও প্রতি কার্যালয়ে এই স্মার্ট কর্ণার স্থাপন করার মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া হবে। এই কর্নারে স্মার্ট ও দক্ষ কর্মী তৈরি করা হবে। এখানে প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে তারা দেশের বিরুদ্ধে যারা নানা অপপ্রচার ও গুজব চালাবে তাদের রুখবে। রোড টু স্মার্ট বাংলাদেশ এই স্মার্ট কর্নারই বাস্তবায়ন করবে।’
তিনি আরও বলেন, ‘আসন্ন নির্বাচনে যে ইশতেহার জাতির সামনে প্রধানমন্ত্রী রেখেছেন তাতে এই স্মার্ট বাংলাদেশের কথা তুলে ধরা হয়েছে। এটি যদি মোটাদাগে বলি তা হলো- স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সিটিজেন এবং স্মার্ট সোসাইটি। এই সবগুলোই গড়বে ডেমোক্রেসিতে। এই ডেমোক্রেসিতে সরকার হয় দলীয় সরকার। দলের থেকেই সরকারে যায়। দল স্মার্ট হলেই সরকার স্মার্ট হয়।’
তিনি আরো বলেন, স্মার্ট কর্ণার স্থাপনের ফলে এখন থেকে প্রতিটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ের ডিজিটাল সুবিধার মাধ্যমে মুক্তিযুদ্ধ, সরকারের উন্নয়ন সাফল্য ও সম্ভাবনার চিত্র তুলে ধরে প্রচার প্রচারণা চালানো হবে। এ উদ্যোগের ফলে নতুন প্রজন্ম সঠিক ইতিহাস ও তথ্য পাবে। এ সময় তিনি ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে রুখে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের গতিকে বেগবান করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।
এ সময় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তোয়বুর রহমান, সহসভাপতি নাঈমুজ্জামান মুক্তা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
পরে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন কবির বিন আনোয়ার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট।

You must be Logged in to post comment.

রংপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ১৯     |     ঝিকরগাছার পল্লীতে রাতের আধারে দুর্বৃত্ত দ্বারা দুই বিঘা পেঁপে বাগান কর্তন     |     ঠাকুরগাঁওয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস সহ আটক ৭     |     রুহিয়ায়  ইয়াবা সহ গ্ৰেফতার ১     |     মেহেরপুর-২ গাংনী আসনের এমপি সাহিদুজ্জামান খোকনের সম্পদ বেড়েছে কয়েক গুন     |     মেহেরপুরে সরকারীভাবে ধান চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন     |     ফুলবাড়ীতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন     |     গাংনীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা     |     দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমাদের রাজনৈতিক যুদ্ধেও বিজয় অর্জন করতে হবে। –নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।     |