‘স্মার্ট মেহেরপুর বিনির্মাণে চ্যালেঞ্জ’ ও আমাদের করণীয় শীর্ষক ২য় কমর্শালা অনুষ্ঠিত


মেহেরপুর জেলা প্রতিনিধি : স্মার্ট বাংলাদেশ হলে ঘরে বসেই আপনি সকল কাজ করতে পারবেন। তাই স্মার্ট মেহেরপুর বিনির্মাণ চ্যালেঞ্জ ও আমাদের করণীয় শীর্ষক ২য় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরের দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড, আব্দুস সালাম, মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড ইয়ারুল ইসলাম,পিপি পল্লব ভট্টাচার্য,গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নীলা হাফিয়াসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।