সড়ক দূর্ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে উপজেলা রিসোর্স সেন্টার কর্মকর্তা নিহত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রানিহাটি এলাকায় ট্রাক চাপায় শিবগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা মো. মনিরুল ইসলাম নিহত হয়েছেন। নিহত মনিরুল ইসলাম (৪২) রাজশাহীর টিকাপাড়ার মৃত খেলাফত বিশ্বাসের ছেলে। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শ্রী কাঞ্চন কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ হতে মোটরসাইকেলযোগে শিবগঞ্জ যাচ্ছিলেন মনিরুল ইসলাম। সে নয়ালাভাঙ্গা ইউনিয়নের রশিকনগর এলাকায় পৌঁছলে সোনামসজিদ বন্দর থেকে ছেড়ে আসা পেঁয়াজ ভর্তি একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-২০-৭৮৫৮) মনিরুলকে চাপা দেয়। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ট্রাকের চালক ও সহকারি পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্দ করেছে শিবগঞ্জ থানা পুলিশ। এঘটনায় শোকের ছায়া নেমে আসে। এ ব্যাপারে শিবগঞ্জ থানার এস.আই ইকবাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক ট্রাকটিকে জব্দ করি। তবে চালক পলাতক রয়েছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল ইসলাম জানান, সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। চালক ও তার সহকারিকে ধরতে অভিযান চলছে।