সড়ক দূর্ঘটনা প্রতিরোধে গাইবান্ধায় নিসচার মানববন্ধন অনুষ্ঠিত


ছাদেকুল ইসলাম রুবেল ,গাইবান্ধা : সড়ক দূর্ঘটনা প্রতিরোধে নিরাপদ সড়[ক চাই গাইবান্ধা জেলা শাখার আয়োজনে মানববন্ধন আজ শনিবার সকাল ১১ ঘটিকায় গাইবান্ধা শহরের ১নং রেলগেটে অনুষ্ঠিত হয়।
নিরাপদ সড়ক চাই (নিসচা) গাইবান্ধা জেলা শাখার আহবায়ক আসাদুজ্জামান সরকার মিলনের সভাপতিত্বে উক্ত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন এ্যাড. তোতন,৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি সামিম আল সাম্য,শহর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন,বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম বিপ্লব, সালাউদ্দিন কাশেম প্রমুখ।
মানববন্ধনে নিসচার সকল সদস্যগনকে ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। বক্তরা নিরাপদ সড়কের দাবী করে অবৈধ যানবাহন বন্ধ করার জন্য মালিক শ্রমিক সহ সংশ্লিষ্ট সকলের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন।