ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

হরিপুরে মিড-ডেমিল বর্ষপূর্তি উপলক্ষে মা সমাবেশ

মজিবর রহমান শেখ ঠাকুরগাও জেলা প্রতিনিধি : সম্প্রতি ২ মার্চ বৃহস্পতিবার দুপুরে তারবাগান গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর বছর পূর্তি উপলক্ষ্যে বিদ্যালয় মাঠে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি ৫নং সদর হরিপুর ইউনিয়ন চেয়ারম্যান আতাউর রহমান মংলা’র সভাপত্তিতে মা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.জে আরিফ বেগ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আ’লীগ হরিপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল, মোসলেমউদ্দি ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সৈয়দুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ যুগ্ন সাধারন সম্পাদক মনোয়ারুল ইসলাম রিপন, উপজেলা প্রাশিক্ষা অফিসার, আজিজার রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম (কাজল)। এ সময়ে তিনি বলেন বিদ্যালয়ের ছাত্র/ ছাত্রীর উপস্থিতি বৃদ্ধি ও ঝড়ে পরা রোধের জন্য গত ২০১৭ সালের ১লা মার্চ থেকে নিজ উদ্যোগে ছাত্র/ছাত্রী অভিভাবক ও এলাকার কিছু শিক্ষানুরাগী ব্যক্তির সহযোগীতায় বিদ্যালয়টিতে মিড-ডে মিল চালু করা হয়। মিড-ডে মিল চালু’র পুর্বে বিদ্যালয়ে ১৬১ ছাত্র/ ছাত্রী থাকলেও উপস্থিত হতো ৫০% কিন্তু মিড-ডেমিল হওয়ার পর তা বৃদ্ধি পায়ে ১০০% পরিনিত হয়েছে। বর্তমানে বিদ্যালয়ে ১৯৪ জন ছাত্র/ছাত্রী রয়েছে। গত বছর সমাপনী পরীক্ষায় ২জন ছাত্র এ+ পেয়েছে। মিড-ডে মিলে কার্যক্রমটি বিদ্যালয়ে ধরে রাখার জন্য সরকারী সহযোগীতা চেয়েছেন।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |