হাইমচরে স্কাউটস সমাবেশ উদ্বোধন সন্ত্রাস জঙ্গীবাদমুক্ত শান্তিপূর্ণ বাংলাদেশ নির্মাণে স্কাউটসহ সবাইকে সচেতন থাকতে হবে ——— প্রধানমন্ত্রী শেখ হাসিনা


নিউজ ডেস্ক :চাঁদপুরের হাইমচর উপজেলায় ৬ষ্ট জাতীয় স্কাউট সমাবেশ উদ্বোধনকালে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা বলেছেন, জাতিকে কলংক মুক্ত করতে আমরা যুদ্ধপরাধীদের বিচার করছি এবং তার রায় কার্যকর করা হচ্ছে, বাকি যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনা হবে। প্রধানমন্ত্রী স্কাউট সদস্যদের প্রতি সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুলে কাজ করার আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশ হবে শান্তিপূর্ণ দেশ। আমরা বাংলাদেশকে শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। তাই জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস নির্মুল করতে হবে। সন্ত্রাস জঙ্গীবাদ মুক্ত শান্তিপূর্ণ বাংলাদেশ নির্মানে স্কাউটসহ সবাইকে সচেতন থাকতে হবে। প্রধান মন্ত্রী শেখ হাসিনা স্কাউট প্রসঙ্গে বলেন, বর্তমান সরকার স্কাউটস কার্যক্রম উন্নয়ন ও সম্প্রসারণে সর্বাত্তক সহযোগীতা প্রদান করছে। স্কাউটস ভবন নির্মান ও সম্প্রসারণে ১২২ কোটি টাকার প্রকল্প চলমান আছে। প্রশিক্ষনের জন্য ৯৫একর বনভূমি ব্যবহারের অনুমতি দিয়েছি। গতকাল ১ এপ্রিল বেলা ১১টায় চাঁদপুরের হাইমচরে ৬ষ্ঠ জাতীয় স্কাউট সমাবেশ প্রধান মন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনকালে প্রধান অতিথি এসব কথা বলেন। এসময় স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ রেলপথ মন্ত্রনালয় সচিব মোঃ মোফাজ্জেল হোসেন, জনপ্রশাসন মন্তনালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক। প্রধানমন্ত্রী স্কাউট সদস্যদের উদ্দেশ্যে বলেন, আগামী দিনে রোভার স্কাউট সদস্যরা দেশের নেতৃত্ব দিবে। তোমরাই জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করবে এবং সেই গতিধারা যেন অব্যাহত থাকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি রাখবে। এজন্য তোমাদেরকে দেশের জন্য যোগ্য হয়ে গড়ে উঠতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।
দেশের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আর্থসামাজিক ক্ষেত্রে দেশ এখন অনেক এগিয়ে যাচ্ছে। এই উন্নয়ন আমাদের অব্যাহত রাখতে হবে। তিনি অভিভাবক ও স্কাউটদের উদ্দেশ্যে বলেন, ছেলে-মেয়েরা যাতে সুশিক্ষা পায়, সুস্বাস্থ্যের অধিকারী হয়, তাদের মনমানসিকতা যেন আরো উন্নত হয় এবং সেগুলো যেন সৃষ্টিধর্মি হয়, সেদিকে দৃষ্টি রেখেই আমরা শিক্ষা দিতে চাই। চাঁদপুরের হাইমচরে অর্থনৈতিক অঞ্চল ও পর্যটন এলাকা গড়ে তোলার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এতে মানুষের কর্মসংস্থান হবে এবং এই অঞ্চলের উন্নতি হতে পারে। তাছাড়া খুব ভালো পর্যটন কেন্দ্র হবে এবং নৌ-ভ্রমণের জন্যও চমৎকার জায়গা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের, প্রধানমন্ত্রী উপদেষ্টা এইচটি ইমাম, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি, আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটওয়ারী।