হামলার ও গ্রেফতারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন


ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জাতীয়তাবাদী দল বিএনপির নেতা-কর্মীদের উপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন করেছেন জেলা বিএনপির নেতা-কর্মীরা।
শুক্রবার বিকালে পৌরশহরের জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়৷
সংবাদ সম্মেলন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন বলেন, দিনাজপুরে তারুণ্যের রোডমার্চ কর্মসূচিকে ঘিরে আগামীকাল বৃহস্পতিবার শহরের বিএনপি কার্যালয়ে প্রস্তুতি সভা শেষে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী অবস্থান করছিলেন৷ সে সময়ে পুলিশ কার্যালয়ের ভিতের ঢুকে অতর্কিত হামলা ও ভাঙচুর করেন৷ এতে জেলা ছাত্রদলের সভাপতি সহ অনেকে আহত হয়েছেন। এখন আমরা জানতে পারছি উল্টো পুলিশের কিছু সদস্য হাসপাতালে চিকিৎসা নিয়ে আমাদের নেতা-কর্মীদের মামলার প্রস্তুতি নিচ্ছেন। গত রাতে আমাদের দুজন নেতাকে আটকও করেছেন তারা৷ যা একেবারে উদ্দেশ্য প্রণোদিত ও ন্যাক্কারজনক। এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এসময় জেলা বিএনপির সহ-সভাপতি নুর করিম, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন৷