ঢাকা, মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

হালদা নদী সংক্রান্ত সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার শিল্প প্রতিষ্ঠানের দুষিত বর্জ্য হালদা নদীতে প্রবেশ করলে আইনানুগ ব্যবস্থা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেছেন, হালদা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ নদী। রুই-কাতলা জাতীয় মাছের প্রজননের জন্য এ নদীর অনন্য বৈশিষ্ট্য রয়েছে। পদ্মা, মেঘনা ও অন্যান্য নদীর চেয়ে হালদা গুরুত্ব অধিক। পিকিং পাওয়ার পয়েন্টসহ বিভিন্ন শিল্প কারখানায় দুষিত বর্জ্য হালদা নদীতে প্রবেশ, ইঞ্জিন চালিত নৌকা চলাচল ও ড্রেজার দিয়ে বালি উত্তোলনের ফলে মা মাছের ও প্রজননের ব্যাপক ক্ষতি হচ্ছে। ফলে এ নদী ঐতিহ্য হারাতে বসেছে। এপ্রিল থেকে জুন মাস প্রজনন মৌসুম। এ তিন মাস হালদা নদীতে কোন ধরনের ইঞ্জিন চালিত বোট চলাচলের খবর পেলে যাত্রীদের নিরাপদ স্থানে নামিয়ে দিয়ে বোটের মালিক, মাঝিও হেলপারকে হাজতে পাঠানো হবে। পাশাপাশি কোন শিল্প প্রতিষ্ঠানের দুষিত বর্জ্য হালদা নদীতে প্রবেশ করলে দায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পুলিশ ও র‌্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার থাকবে। রাউজান ও হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসারদ্বয় সংশ্লিষ্টদের নিয়ে বিষয়গুলো নিয়মিত নজরদারীতে রাখবে। কোন ব্যত্যয় ঘটতে পারবে না এবং হালদা নদীতে ইঞ্জিন বোট চালানোর দায়ে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা আগামী ১০ দিনের মধ্যে বিভাগীয় কমিশনারকে জানাতে হবে। আমরা যে কোন মূল্যে হালদা নদীকে নিরাপদ রাখতে চাই। বিভাগীয় প্রশাসন, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, সিডিএ, পরিবেশ অধিদপ্তর, ওয়াসাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বয়ে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীকে দুষনের কবল থেকে রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। ইতোমধ্যে হলদা নদীর বালু মহালগুলোর ইজারা বাতিল করার কারণে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ রয়েছে। এর পরেও কেউ রাতের অন্ধকারে নদী থেকে বালু উত্তোলন, মা মাছ নিধন, কিংবা কোন প্রভাবশালী হালদার ক্ষতি সাধন করলে তাদের রেহায় দেয়া হবে না। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত হালদা নদী সংক্রান্ত গুরুত্বপূর্ণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় হালদা নদীর বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আজম নিজামী, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. মকবুল হোসেন, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া, জেলা মৎস্য কর্মকর্তা মো. মমিনুল হক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার মুহাম্মদ গিয়াস উদ্দিন, রাউজান উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হোসেন, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আক্তার উননেছা শিউলি, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা, নির্বাহী প্রকৌশলী (পাউবো) স্বপন কুমার চৌধুরী, সিডিএ’র নির্বাহী প্রকৌশলী রাজীব দাশ, বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস.এম গোলাম মাওলা।

You must be Logged in to post comment.

ফুলবাড়ীতে পানিবন্দি আশ্রয়নের ১৬০ পরিবারের মাঝে চাল বিতরণ     |     ঠাকুরগাঁওয়ে তিনদলের নেতারা মিলে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সংবাদ সম্মেলন     |     ‘বঙ্গবন্ধুর প্রতি শিশুটির এ যেন এক নিষ্পাপ ভালোবাসা’     |     ঠাকুরগাঁওয়ে কিশোরীকে ২ মাস আটকে রেখে নির্যাতনের অভিযোগ পুলিশ কনস্টেবল আল-আমিন এর বিরুদ্ধে     |     উন্নয়নে বদলে গেছে নাগরপুর-দেলদুয়ারের জনপদ সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টি  সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য খাতে অভুতপূর্ব উন্নয়ন     |     যারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় তাদের রুখতে হবে — সাতক্ষীরায় বাহাউদ্দিন নাছিম     |     গাংনীতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল বাঁশবাড়ীয়া রং পেন্সিল ফুটবল একাদশকে টাইব্রেকারে হারিয়ে শিশিরপাড়্া টাইগার ক্লাব চ্যাম্পিয়ন     |     স্মার্ট কর্নারই বাস্তবায়ন করবে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন -কবির বিন আনোয়ার     |     মেহেরপুরে র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান অভিযানে ২ ব্যবসায়ীর জরিমানা     |     নদী একটি জীবন্ত সত্তা     |