হায়দরাবাদের বাড়তি সুবিধা ‘অলরাউন্ডার’ সাকিবে

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান মানে একের ভেতর দুই। ব্যাটিং কিংবা বোলিংÑদুই বিভাগেই সমান অবদান রাখতে পারেন যিনি। বিশ্বসেরা এই অলরাউন্ডার দলে থাকা মানেই বাড়তি একজন বোলার কিংবা ব্যাটসম্যান খেলিয়ে দেওয়ার সুযোগ। এ ছাড়া পাওয়ার প্লে-ডেথ ওভারে তার কার্যকরী স্পিন তো আছেই। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এই সুবিধা পাবে সানরাইজার্স হায়দরাবাদ। সাকিব থাকায় এই বাড়তি সুবিধা দেখছেন হায়দরবাদের বোলিং কোচ মুত্তিয়া মুরালিধরনও।৬ এপ্রিল, শুক্রবার এক সাক্ষাৎকারে এই লঙ্কান কিংবদন্তি স্পিনার বলেন, ‘আমরা এবার দুই স্পিনার খেলাতে পারব। এটা স্পষ্ট করেই বলা যায়। কারণ সাকিব আল হাসান এমনিতেও অলরাউন্ডার।’দুই কোটি রুপিতে সাকিবকে দলে টেনেছে হায়দরাবাদ। দলটির স্পিন আক্রমণে সাকিবকে সঙ্গ দেবেন আফগান লেগ স্পিনার রশিদ খান।এ নিয়ে মুরালিধরন বলেন, ‘সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে, পাওয়ার প্লে ও ডেথ ওভারে সাকিব খুবই ভালো বল করে। অন্যদিকে রাশিদ খান হচ্ছে উইকেট শিকারি বোলার। আগের মৌসুমে এটা বেশ ভালো করেই দেখা গেছে। পাওয়ার প্লে এবং ডেথ ওভারে আমরা ঘুরিয়ে-ফিরিয়ে দুজনকেই ব্যবহার করতে পারব।’আজ সন্ধ্যায় পর্দা উঠছে ১১তম আইপিএলের। উদ্বোধনী ম্যাচে মুস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। আগামি ৯ এপ্রিল সাকিবদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস।