ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

হায়দরাবাদের বাড়তি সুবিধা ‘অলরাউন্ডার’ সাকিবে

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান মানে একের ভেতর দুই। ব্যাটিং কিংবা বোলিংÑদুই বিভাগেই সমান অবদান রাখতে পারেন যিনি। বিশ্বসেরা এই অলরাউন্ডার দলে থাকা মানেই বাড়তি একজন বোলার কিংবা ব্যাটসম্যান খেলিয়ে দেওয়ার সুযোগ। এ ছাড়া পাওয়ার প্লে-ডেথ ওভারে তার কার্যকরী স্পিন তো আছেই। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এই সুবিধা পাবে সানরাইজার্স হায়দরাবাদ। সাকিব থাকায় এই বাড়তি সুবিধা দেখছেন হায়দরবাদের বোলিং কোচ মুত্তিয়া মুরালিধরনও।৬ এপ্রিল, শুক্রবার এক সাক্ষাৎকারে এই লঙ্কান কিংবদন্তি স্পিনার বলেন, ‘আমরা এবার দুই স্পিনার খেলাতে পারব। এটা স্পষ্ট করেই বলা যায়। কারণ সাকিব আল হাসান এমনিতেও অলরাউন্ডার।’দুই কোটি রুপিতে সাকিবকে দলে টেনেছে হায়দরাবাদ। দলটির স্পিন আক্রমণে সাকিবকে সঙ্গ দেবেন আফগান লেগ স্পিনার রশিদ খান।এ নিয়ে মুরালিধরন বলেন, ‘সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে, পাওয়ার প্লে ও ডেথ ওভারে সাকিব খুবই ভালো বল করে। অন্যদিকে রাশিদ খান হচ্ছে উইকেট শিকারি বোলার। আগের মৌসুমে এটা বেশ ভালো করেই দেখা গেছে। পাওয়ার প্লে এবং ডেথ ওভারে আমরা ঘুরিয়ে-ফিরিয়ে দুজনকেই ব্যবহার করতে পারব।’আজ সন্ধ্যায় পর্দা উঠছে ১১তম আইপিএলের। উদ্বোধনী ম্যাচে মুস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। আগামি ৯ এপ্রিল সাকিবদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস।

You must be Logged in to post comment.

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান     |     আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |