ঢাকা, শুক্রবার, ১লা ডিসেম্বর ২০২৩ ইং | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

হিফয মাদ্রাসার ছাত্রদের দিয়ে গরু চুরি করান প্রধান শিক্ষক নেছার উদ্দিন। 

এএসটি সাকিলঃ- ভোলার বোরহানউদ্দিনে একটি হিফয মাদ্রাসায় অভিযান চালিয়ে  গরু চোর চক্রের  ১০ সদস্যকে  আটক করেছে পুলিশ। এদের মধ্যে ৪ জন পুরুষ ও ৬ জন মহিলা রয়েছে।
বুধবার (১৯ জুলাই) দুপুরে ভোলার- চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের  বোরহানউদ্দিন পৌরসভার ৪ নং ওয়ার্ডের পঞ্চায়েত বাডির পূর্বপাশে মোহাম্মদিয়া মাদরাসায়  অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ওই প্রতিষ্ঠান প্রধান নেছারউদ্দিন পালিয়ে গেলেও মহিলা সহ ১০ জন , ৬টি গরু,মোটরসাইকেল, পানির পাম্প উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- গংগাপুর ইউনিয়নের সফিজলের  ছেলে শাকিল,কুতুবা ইউনিয়েরন ইয়ামিনের ছেলে মহিউদ্দিন,ভোলার আলী নগর এলাকার আব্দুর রহমানের ছেলে রমজান, আলমগীরের ছেলে মাহাবুবুর রহমান মহিলাদের মধ্যে রহিমা বেগম, বুশরা, ফাতেমা, জাকিয়া, ফাহিমা, লিয়া।
উদ্ধার হওয়া ৩টি গরুর মালিক দাবিদার পক্ষিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আব্দুস সোহবান এর নাতি ইমরান হোসেন জানান, মঙ্গলবার রাত (১৮ জুলাই) ৩.৩০ মিনিটে আমার নানার ৩টি এবং একই এলাকার আব্দুল বারেক এর ৩টি গরু চুরি হয়। এরপর থেকে আমরা গরু খুঁজতে থাকি।
গরুর পায়ের হাটার  চিহ্ন ধরে আমরা খোঁজ করি। এক পর্যায়ে পৌর সভার ৪নং ওয়ার্ডের আহম্মাদিয়া মাদরাসায় আসি। এ সময় ঘরের একটি রুমের টিনের ছিদ্র দিয়ে দেখার চেষ্টা করি। তখন মহিলারা আমাদের দিকে মরিচের গুড়া ছিটিয়ে বটি নিয়ে তেড়ে আসে। এরপর আমরা পুলিশের শরণাপন্ন হই।
বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ রাজিব জানান, গোপন সংবাদের ভিক্তিতে বুধবার দুপুরে (১৯ জুলাই) আমরা ওই স্থানে অভিযান চালায়। অভিযানে ৬টি গরু, মোটরসাইকেল, পাম্পমেশিন  উদ্ধার করি।
এ সময় ৪জন পুরুষ ও ৬ জন মহিলাকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া জানান, মামলা প্রক্রিয়াধীন।
এদিকে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার লালমোহন সার্কেল মোঃ জহুরুল ইসলাম হাওলাদার বলেন, ওসি বোরহানউদ্দিনে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

You must be Logged in to post comment.

মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |     দ্বাদশ সংসদ নিবার্চন -২০২৪ মেহেরপুর-২ গাংনী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সাংসদ মকবুল হোসেনের মনোনয়ন পত্র জমা     |     বগুড়া-৫ আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল     |     শৈলকুপায় আ.লীগের প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র জমা     |     আটোয়ারীতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন নাঈমুজ্জামান ভুঁইয়া     |     মাদারীপুরে নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন শাজাহান খান     |