ঢাকা, শুক্রবার, ৮ই ডিসেম্বর ২০২৩ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

১০ টাকায় এতলা বাজার কেমনে নিয়ে যাম

রবিউল এহ্সান রিপন, ঠাকুরগাঁও: মর্জিনা বেগম, বয়স ৬০ বছর, শহরের খালপাড়ায় বাসা। মানুষের বাসায় কাজ করে সংসার চালায়। বর্তমানে জিনিস পত্রের যে দাম তাতে একসাথে এতগুলো বাজার কখনো ক্রয় করতে পারেন নাই তিনি। তার কাছে ১০ টাকায় বাজার করতে পারায় কেমন লাগছে জানতে চাইলে মুখে একরাস হাসি নিয়ে বলেন, ১০ টাকায় এতলা বাজার দিবে মুই বুঝাই পাউ নাই। এলা এতলা বাজার মুই একলা মানুষ কেমনে নিয়ে যাম। একসাথে কোনদিন এতলা বাজার করু নাই জীবনে। এমহরা যে ১০ টাকায় এতলা বাজার দিল আল্লাহ এমাহর ভালো করুক।

এভাবেই বিদ্যানন্দের ৫ টাকার হাট থেকে বাজার করে আরো অনেকে তাদের আনন্দ প্রকাশ করেছেন। ৫ টাকার হাটে ১০ টাকায় এতগুলো পন্য পাওয়া যায় এটা সাধারণ খেটে খাওয়া অসহায় মানুষগুলো বিশ্বাসই করতে পারছেন না। এতগুলো বাজার পেয়ে যেন তাদের আজ ঈদের আনন্দ শুরু হয়ে গিয়েছে।

বুধবার সকালে ১১ টায় ঠাকুরগাঁও শহরের পৌর কমিউনিটি সেন্টারে বিদ্যানন্দ ফাইন্ডেশনের আয়োজনে ৩শত জন অসহায় দুস্থ মানুষকে ১০ টাকার বিনিময়ে বাজার করার ‍সুযোগ দেওয়া হয়। তাদের ১০ টাকার বাজারে ছিল, ৫ টাকায় মুরগী, ৫ টাকায় মাছ, ১ টাকায় ১ কেজি চাল, ৪ টাকায় ১ লিটার সয়াবিন তেল, চিনি, ডাল, লবন, নুডুলস, বিস্কুট, আলু, লাউ সহ প্রায় ১৫/২০ টি আইটেম।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফারুখ আহমেদ এর সভাপতিত্বে ৫ টাকার হাটের উদ্বোধন করেন, প্রধান অতিথি ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মামুন ভূঁইয়া। এসময় বিদ্যানন্দের স্বেচ্ছাসেবকরা উপস্থিত থেকে সকলের মাঝে বাজার বন্টন করেন।

৫ টাকার হাট থেকে বাজার করতে পারা জমিরণ বেওয়া বলেন, ১০ টাকায় এতলা বাজার দিছে। আইজ বেটি জামাইক মোবাইল করে আসিবা কহিম। জিনিস পত্রের দাম বেড়ে যাওয়ায় বেটি জামাইক ভালো মন্দ খাওয়াবা পারু না। আইজ ১০ টাকায় এত কিছু পাইছু, এলা বেটি জামাইক ডাকে দাওয়াত খাওয়াম মুই।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফারুখ আহমেদ বলেন, করোনার সময় থেকে আমাদের এই ৫ টাকার হাট উদ্যোগটি শুরু হয়। আমাদের এখানে যে প্রতিকি দাম রাখা হয়েছে তা ১ টাকা থেকে শুরু করে ৫ টাকা পর্যন্ত। দরিদ্র মানুষ এখানে মোট ১০ টাকার বাজার করতে পারে। বর্তমানে সব জেলায় আমরা এই আয়োজন করে চলছি। বিত্তবানরা এগিয়ে আসলে এই আয়োজন আরো বাড়ানো হবে।

ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক মামুন ভূঁইয়া বলেন, বর্তমান বাজারে দ্রর্বমূল্যোর উদ্ধর্গতিতে এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে। তাদের এই বাজারের কারণে আজকে অনেক অসহায় মানুষ বাজার করে উপকৃত হবে। আজকে তারা ভালো মন্দ খাওয়া করতে পারবে। তারা এমন আয়োজনকে সাধুবাদ জানাই।

You must be Logged in to post comment.

রুহিয়ায়  ইয়াবা সহ গ্ৰেফতার ১     |     মেহেরপুর-২ গাংনী আসনের এমপি সাহিদুজ্জামান খোকনের সম্পদ বেড়েছে কয়েক গুন     |     মেহেরপুরে সরকারীভাবে ধান চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন     |     ফুলবাড়ীতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন     |     গাংনীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা     |     দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমাদের রাজনৈতিক যুদ্ধেও বিজয় অর্জন করতে হবে। –নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।     |     ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা।     |     পাঁচ বছরে রাঙ্গার নগদ অর্থ বেড়েছে ১৪ গুন     |     মেহেরপুরের রাজনগরে বিদ্যুৎস্পৃষ্টে বৈদ্যুতিক মিস্ত্রী নিহত     |