১০ বছরেও ৪ পুলিশ হত্যার বিচার না হওয়া দুঃখজনক ——- ডিআইজিপি, রংপুর রেঞ্জ


আক্তারবানু ইতি, গাইবান্ধা জেলা প্রতিনিধি:রংপুর রেঞ্জের ডিআইজিপি আব্দুল বাতেন বিপিএম, পিপিএম বলেছেন- ১০ বছরেও ৪ পুলিশ হত্যার বিচার না হওয়াটা দুঃখজনক। আপনাদের নিরাপত্তা বিধানের জন্য পুলিশ সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্ত। বাংলাদেশ পুলিশ সাংবিধানিকভাবে আগের চেয়েও অনেক ক্ষমতা সম্পন্ন। ২০১৩ সালের ২৮ ফেব্রæয়ারীর মত আর যেন কেউ সহিংসতা না ঘটাতে পারে। এজন্য শান্তিপ্রিয় মানুষ তথা আপনাদেরকে সাথে আমাদের থাকতে চাই। মাদক, আগুন সন্ত্রাস, জঙ্গীবাদ রুখতে আপনারা পুলিশের পাশে থাকবেন। একজন লোককে চাঁদে দেখা গেছে এ অযুহাতে এই বামনডাঙ্গায় আমাদের ৪ পুলিশ ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ডিআইজিপি তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। শনিবার বিকালে গাইবান্ধার সুন্দরগঞ্জ থানাধীন বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্র প্রাঙ্গণে মাদক, জুয়া, বাল্য বিয়ে ও জঙ্গিবাদ বিরোধী বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন। জেলা পুলিশ সুপার কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম লেবু, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফরুজা বারী। থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডর বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।