১২ হাজার মিটার ভাসান জাল আগুনে ধংস

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে জব্দ করা ১২ হাজার মিটার দীর্ঘ ছয়টি ভাসান জাল ও সাতটি বড়শি আগুনে পুড়িয়ে ধংস করা হয়েছে। গতকাল বুধবার সকালে কালুরঘাট সেতু থেকে নাজিরহাট সেতু পর্যন্ত বিভিন্ন স্থানে এক বিশেষ অভিযান পরিচালনা করে এগুলো জব্দ করেছে বোয়ালখালী উপজেলা মৎস্য দপ্তর। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আতিকুর রহমান।স্থানীয়দের উপস্থিতিতে এসব জাল ও বড়শি পুড়িয়ে ফেলা হয়েছে উল্লেখ করে মো. আতিকুর রহমান বলেন, কালুরঘাট সেতু থেকে নাজিরহাট সেতু পর্যন্ত মৎস্য অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় সারাবছর মাছ ধরা নিষিদ্ধ। পাশাপাশি মার্চ থেকে জুলাই মাস পর্যন্ত কর্ণফুলী নদীতে সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। এ নির্দেশনা উপেক্ষা করে কর্ণফুলী নদীতে মাছ শিকারের অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী অবৈধ ১২ হাজার মিটার দীর্ঘ ছয়টি ভাসান জাল ও ৭টি বড়শি জব্দ করা হয়েছে।