৩০০গোলের মাইলফলকে মেসিকে পেছনে ফেললেন রোনাল্ডো


নিউজ ডক্স : লা-লিগায় নিজের দ্রুততম ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শনিবার রাতের ম্যাচে গেটাফের বিরুদ্ধো গোল করে ৩০০ গোলদাতার তালিকায় নাম লেখালেন সিআর সেভেন। ঘরের মাঠে গেটাফের জালে ৩ গোল দিয়েছে জিদান বাহিনী আর ১ গোল হজম করতে হয়েছে।
ম্যাচের ২৪ মিনিটে গ্র্যারেথ বেলের গোলে এগিয়ে যায় বিয়াল। এরপর প্রথমার্ধের শেষ মহুর্তে বেনজামার পাস থেকে ব্যবধান দ্বিগুন করেন রোনাল্ডো। ম্যাচের দ্বিতিয়ার্ধের ৭৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে রোনাল্ডো।গেটাফের হয়ে ব্যবধান কমান ৬৫ মিনিটে গেটাফের হয়ে ব্যবধান কমায় পোর্টিল্লো।
লা- লিগার ৩৩৪ ম্যাচে ৩০০ টি গোল করার নজির ছিল আর্জেন্টাইন তারকা লিওলেন মেসির৷ ফেব্রুয়ারিতে স্পোটিং গিজনের বিরুদ্ধে এই নজির গড়েছিলেন মেসি৷ এবার মেসির থেকে ৪৮ ম্যাচ কম গেলে ২৮৬ ম্যাচে স্প্যানিশ লিগে ৩০০ গোলের মাইলফলক ছুঁলেন সিআর সেভেন। লে লা-লিগায়া দ্রুততম গোলদাতা ৩০০ গোলের মালিক হিসেবে মেসিকে টপকে এক নম্বরে উঠে এলেন ক্রিশ্চিয়ানো৷