ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

৫০ বিজিবি’র উদ্যেগে গরীব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী, চিকিৎসা সেবা প্রদান

ঠাকুরগাও প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঠাকুরগাঁও ব্যাটালিয়ান (৫০ বিজিবি) এর উদ্যোগে গরীব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী, চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার বিকালে জেলার বালীয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ী কোম্পানির বগুলাবাড়ী স্কুল এন্ড কলেজ মাঠে দুই শতাধিক মানুষকে খাদ্য সামগ্রী ও ২৫০ জন গরীব ও দুস্থ মানুষকে চিকিৎসা সহায়তা ও ঔষধ বিতরণ করা হয়।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাটালিয়ান রংপুর রিজিয়নের সেক্টর কমান্ডর কর্ণেল এম এইচ হাফিজুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল তানজীর আহমেদ,বর্ডার গার্ড হাসপাতালের অধিকনায়ক লে.কর্ণেল রাশেদ , অত্র ইউনিয়নের চেয়ারম্যান আকালু সহ ৫০ বিজিবি ও বর্ডার গার্ড হাসপাতালের এর অন্যান্যা কর্মকর্তাবৃন্দ।

এসময় প্রধান অতিথি সেক্টর কমান্ডর কর্ণেল এম এইচ হাফিজুর রহমান বলেন, জনগনের সাথে থেকে দেশকে এগিয়ে নিয়ে যেতে এটা আমাদের ক্ষুদ্র চেষ্টা। আমরা জনগনকে সাথে নিয়ে কাজ করতে চাই। তারই ধারাবাহিকতায় আজকে এই খাদ্যে বিতরণ ও ফ্রি চিকিৎসা প্রদান। আমাদের এই উদ্যেগ চলমান থাকবে। আমরা আপনাদের জন্য কাজ করে যেতে চাই।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |