৫০ বিজিবি’র উদ্যেগে গরীব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী, চিকিৎসা সেবা প্রদান


ঠাকুরগাও প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঠাকুরগাঁও ব্যাটালিয়ান (৫০ বিজিবি) এর উদ্যোগে গরীব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী, চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার বিকালে জেলার বালীয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ী কোম্পানির বগুলাবাড়ী স্কুল এন্ড কলেজ মাঠে দুই শতাধিক মানুষকে খাদ্য সামগ্রী ও ২৫০ জন গরীব ও দুস্থ মানুষকে চিকিৎসা সহায়তা ও ঔষধ বিতরণ করা হয়।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাটালিয়ান রংপুর রিজিয়নের সেক্টর কমান্ডর কর্ণেল এম এইচ হাফিজুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল তানজীর আহমেদ,বর্ডার গার্ড হাসপাতালের অধিকনায়ক লে.কর্ণেল রাশেদ , অত্র ইউনিয়নের চেয়ারম্যান আকালু সহ ৫০ বিজিবি ও বর্ডার গার্ড হাসপাতালের এর অন্যান্যা কর্মকর্তাবৃন্দ।
এসময় প্রধান অতিথি সেক্টর কমান্ডর কর্ণেল এম এইচ হাফিজুর রহমান বলেন, জনগনের সাথে থেকে দেশকে এগিয়ে নিয়ে যেতে এটা আমাদের ক্ষুদ্র চেষ্টা। আমরা জনগনকে সাথে নিয়ে কাজ করতে চাই। তারই ধারাবাহিকতায় আজকে এই খাদ্যে বিতরণ ও ফ্রি চিকিৎসা প্রদান। আমাদের এই উদ্যেগ চলমান থাকবে। আমরা আপনাদের জন্য কাজ করে যেতে চাই।