৮মাস পর পরিবারের কাছে ফিরলো বৃদ্ধা হাফিজা


ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খোচাবাড়ি বাজারের পাশে এক পরিত্যক্ত ভবনে পরে ছিলেন ৫১ বছর বয়সী বৃদ্ধা হাফিজা বেগম৷ তার শরীর থেকে দূর্গন্ধ ছড়ায় কাছে ভিড়েনি কেউ৷ বৃদ্ধার এমন দূরাবস্থার খবর পেয়ে গত ২০ জুন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক৷
বৃদ্ধা হাফিজা বেগমের বাড়ি নাটোর সদর উপজেলার ৭ নং হালসা ইউনিয়নের গোকুলনগর গ্রামে। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে দেড় মাসেরও অধিক সময় ধরে চিকিৎসা শেষে বৃদ্ধা হাফিজাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রাই মানসিক অসুস্থতার কারনে বাড়ি থেকে হারিয়ে যেতেন হাফিজা বেগম। খোঁজাখোজি করার পর আবার ফিরিয়ে আনা হত৷ এবারেও ৮ মাস আগে বাড়ি থেকে হারিয়ে যান তিনি। অনেক খোঁজাখোজির পরেও তার কোন সন্ধান মেলেনি৷ পরে ১ আগষ্ট নাটোর জেলা প্রশাসকের মাধ্যমে খবর পান তারা৷ এক সপ্তাহ পরে ঠাকুরগাঁওয়ে এসে তাকে শনাক্ত করা হয়৷ তাদের ধারণা ট্রেনে উঠে এদিকে চলে আসেন তিনি৷ পরে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে পরিবারের সদস্যদের মাধ্যমে তার বাড়িতে পৌছে দেওয়ার ব্যবস্থা করেন জেলা প্রশাসক৷
৮ মাস পরে স্ত্রীকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত হয়ে সফিকুল ইসলাম বলেন, ডিসি আমার বাপের মত কাজ করেছে। আমার স্ত্রীকে কোনদিন ফিরে পাব আসা করি নাই। ডিসি তাকে অনেক সুস্থ করেছে। ডিসির কাছে আমি চিরকাল ঋনি হয়ে থাকলাম।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, গত দেড় মাস আগে ফোনে জানতে পারি উনি একটি পরিত্যাক্ত রুমে পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে তার চিকিৎসা করানো হয় এবং ঠিকানা খোজাঁর চেষ্টা করা হয়। অবশেষে উনার ঠিকানা জানতে পারি। আজকে উনার পরিবারের কাছে তাকে তুলে দেওয়া হলো।