ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অনুতপ্ত  মোঃ আসাদুজ্জামান আসাদ

 কতকাল আর গাইব প্রিয়া তোমার পুরনো গান অভিশপ্ত অনুতপ্ত জলাঞ্জলিতে পুরে হলাম অম্লান। কার নুপুরের ধ্বনি চরণে বাজে গভীর নিশিতে নয়নে তখন কুসুম কলি ফোটে হাসিতে হাসিতে। রাগিনীর সোনালী প্রেমের বয়ে যায় গীতধারা সুরের সাগরে দিশেহারা হই পাগল পারা। অভিমান ত্যাগ বর্জন,মুর্ছন,বন্ধন ভালো বাসিতে এক্ষণি চলে এসো আমার হ্রদয়ের গীত বাগিচাতে। সুন্দরের তীক্ষ্ণ দৃষ্টির প্রতিক্ষায় নিত্য ও সঙ্গিতে এসে দেখ অভিলাষ প্রাসাদ গড়েছি নুপুরের নিশিতে। আমার বাকশক্তির ধ্বনি কার জন্য করে হাহাকার এতটুকু অনুভব অনুভুতি মনে কি জাগেনা তোমার! দেখ চেয়ে বেদনার পাহাড় আমি গড়েছি কেমন করে তোমার উপহার স্বরুপ রেখেছি আমার ভাঙ্গা করুণ সুরে। নিশিতের বরফ গলা কঠিন ঠান্ডা তৃণ মৃত্তিকার পরে ছুটে যাই তোমার আভাস পেলে পরোয়া করিনি কাউকে করে। লৌহ কঠিন বর্ষন যখন মাথায় চাপিয়া বসিল অজ্ঞানেও তোমার নাম জপেছি পাশের সবাই কহিল। কবি মোঃ আসাদুজ্জামান আসাদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ নলডাঙ্গা, নাটোর।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |