ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অস্ত্র ঠেকিয়ে পাহারাদারকে বেঁধে,অটো রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি।

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:নাজপুরের ফুলবাড়ীতে দেশীয় অস্ত্রের মুখে পাহারাদারকে বেঁধে রেখে অটো রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে পৌর শহরের উপজেলা পরিষদ রোডের প্রেসক্লাব সংলগ্ন প্রসিদ্ধ কালী অটো রাইস মিলে এই ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার রাতে অজ্ঞাত ৫/৬ জনের একটি ডাকাত দল মুখে কাপড় বাঁধা অবস্থায় কালী অটো রাইস মিলে প্রবেশ করে। এরপর ডাকাতরা মিলের পাহারদার আমিন মুর্মুকে দেশীয় অস্ত্রের মুখে তার হাত-পা বেঁধে মুখে স্কচ টেপ লাগিয়ে মিলের অফিস কক্ষের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অফিসের সিন্দুকসহ ষ্টীলের ফাইল কেবিনেট এবং ক্যাশ বাক্স ভাংচুর ও তছনছ করে। এসময় ডাকাতরা প্রায় দুই লাখ টাকা ও সিসি ক্যামেরার সেটআপ বক্স নিয়ে যায়।
পাহারদার আমিন মুর্মু বলেন, প্রতিদিনের মতোই পাহারা দেয়ার সময় আচমকা ডাকাত দল দেশী অস্ত্র (হাসুয়া) ঠেকিয়ে কিছু বুঝে উঠার আগেই হাত-পা বেঁধে মুখে স্কচ টেপ লাগিয়ে কম্বল চাপাদিয়ে শুইয়ে রেখে ভাংচুর করে ডাকাতি চালায়। তারা চলে যাওয়ার পর কৌশলে মুখের স্কচ টেপ খুলে চিৎকার করলে অপর পাহারাদার শুকুমার রায় ছুটে এসে তার হাত-পায়ের বাঁধন খুলে দেয়।
মিলের ম্যানেজার প্রমোদ চন্দ্র সরকার বলেন,তিনি সকাল সাড়ে ৮টায় এসে ডাকাতির বিষয় জানতে পারেন। ডাকাতরা প্রায় দুই লাখ টাকা ও সিসি ক্যামেরার হার্ডডিক্সসহ সেটআপ বক্স নিয়ে গেছে এবং অফিসের ফাইলপত্র তছনছ করেছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।
কালী অটো রাইস মিলের স্বত্তাধিকারী রাজেন্দ্র প্রসাদ গুপ্ত জানান, আমি বাসায় আছি এখনও মিলে যাইনি। মিলে গেলেই বিস্তারিত জানা যাবে। প্রাথমিকভাবে থানা পুলিশকে অবগত করা হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রফুল ইসলাম জানান, বিষয়টি ডাকাতি নয় চুরির ঘটনা ঘটেছে। অভিযোগ নেওয়া হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

You must be Logged in to post comment.

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |