ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আওয়ামী লীগ জনগণের ভোটে বিশ্বাস করেনা                                     ডা. এ জেড এম জাহিদ

ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভাইস চেয়ারম্যান ডা এ.জেড এম জাহিদ হোসেন বলেন, আওয়ামী লীগের জনগণের ভোটের প্রয়োজন হয়না৷ কারন আওয়ামী লীগ জনগণের ভোটে বিশ্বাস করেনা৷ আ.লীগ ও গণতন্ত্র একসাথে চলেনা৷ কিন্তু মুখে গণতন্ত্রের কথা বলে আর বাস্তবে বাকশাল কায়েক করে৷
শুক্রবার বিকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়েজনে পৌরশহরের পাবলিক ক্লাব মাঠে উচ্চ আদালতের নির্দেশনা অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি ব‌ন্ধসহ ১০দফা দা‌বিতে অনুষ্ঠিত জনসমা‌বেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
তিনি বলেন, এ সরকারের আমলে কেউ ধর্মকর্ম সঠিকভাবে পালন করতে পারেনা৷ যত ধরনের হামলা হয়েছে সব করেছে আ.লীগের সন্ত্রাসীরা। কাজেই হিন্দু বলেন, বৌদ্ধ বলেন খ্রিষ্টান বলেন সকলে একসাথে মিলে আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়েছে৷
ডা.এ.জেড এম জাহিদ হোসেন আরো বলেন, নেচে নেচে বলেছিল ১০ টাকা কেজি চাল দেব, বিনা পয়সায় সার দেব, ঘরে ঘরে চাকরী দেব৷ মাথায় পট্টি আর হাতে তসবিহ নিয়ে আর কত না গান করেছে৷ আর বাস্তবতা হচ্ছে চাল আর আটার দাম ৭০ থেকে ৭৫ টাকা কেজি। আর চাকরীর বয়স ৩৫ থেকে ৪০ তাদের চাকরী হয়না৷ আর চাকরীর ক্ষেত্রে আ.লীগ আর বিএনপি নামে ডিএনএ টেস্ট হয়। আ.লীগ না করলে চাকরী হয়না৷
এ সময় জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিম,ইউনুস আলী, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ, জেলা,উপজেলা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

You must be Logged in to post comment.

বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদারীপুর কে.আই হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প     |     একের পর এক মরছে গরু, সীমান্তে আতঙ্কে দুই গ্রামের মানুষ     |     পঞ্চগড়ে স্বাধীনতা দিবস উপলক্ষে গরীব ও দুঃস্থদের মাঝে বিজিবির ইফতার বিতরণ।     |     যথাযথ মর্যাদায় পঞ্চগড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       |     মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত     |     মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত     |     যথাযোগ্য মর্যাদায় বোরহানউদ্দিনে স্বাধীনতা দিবস উদযাপন      |