ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আটোয়ারীতে সাড়ে পাঁচ শত বৃদ্ধ মানুষের মাঝে চিকিৎসা ভাতা প্রদান

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে প্রায় সাড়ে পাঁচ শত দুস্থ বৃদ্ধ মানুষের মাঝে চিকিৎসা ভাতা প্রদান করা হয়েছে। রোববার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ বৃদ্ধদের মাঝে দুই মাসের চিকিৎসা ভাতা প্রদান করেন। ঢাকাস্থ আলোর পথ কল্যান সংস্থার উদ্যোগে এই চিকিৎসা ভাতা প্রদান করা হয়। সংস্থার নির্বাহী পরিচালক মোছাঃ শামীম আরা সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত ভাতা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবীর, সেন্টার ফর রুরাল ইয়ুথ ডেভলপমেন্ট অর্গানাইজেশন এর চেয়ারম্যান মোঃ তারেকুল ইসলাম, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আলোর পথ কল্যাণ সংস্থার প্রোগ্রাম ম্যানেজার মোঃ রেজওয়ানুল হক হিমেল, সংস্থাটির পঞ্চগড় জেলা প্রতিনিধি মোঃ আব্দুর রহিম প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, সংস্থাটির প্রজেক্ট ম্যানেজার মোঃ রেজওয়ানুল হক হিমেল জানান, ঢাকাস্থ আলোর পথ কল্যাণ সংস্থা বৈদেশিক সহায়তায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৬ ইউনিয়নের প্রায় সাড়ে ৫ শত দুস্থ বৃদ্ধ নারী-পুরুষের প্রত্যেকের মাঝে প্রতি মাসে ৩ শত টাকা করে এক বছর এই ভাতা প্রদান করার কথা। ইতিপূর্বে এক মাসের চিকিৎসা ভাতা প্রদান করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় এবার একসাথে আরো দুই মাসের প্রত্যেককে ৬ শত টাকা করে ভাতা প্রদান করা হলো।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |