ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় পুলিশ কনস্টেবল নিয়োগের ভিডিও প্রদর্শন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায পুলিশ কনস্টেবল নিয়োগের ভিডিও প্রদর্শন করা হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। সভায় মাদক, চোরাচালান, বাল্য বিবাহ, করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে চলা, বেপরোয়াভাবে মাহিন্দ্র গাড়ী ও মোটর বাইক চালানো, ফকিরগঞ্জ বাজারের শৃঙ্খলা রক্ষায় মিনিবাস স্ট্যান্ড সহ সিএনজি ও অটো বাইক অন্যত্রে সরিয়ে নেয়ার ব্যবস্থা করণ, চেতনা নাশক ব্যবহারকারী চক্রের খপ্পরে পড়ে অনেকের বাসা-বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা, ছিচকে চোরের আবির্ভাব, গ্রাম পুলিশ দিয়ে রণ পাহারার ব্যবস্থাকরনের উপর গ্ররুত্বারোপ করে উপদেষ্টা হিসেবে পরামর্শমুলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর গুরুত্বারোপ করে আরো বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, তোড়িয়া ইউপি চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ, রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ, ধামোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল, মির্জাপুর ইউপি চেয়ারম্যান ওমর আলী, গিরাগাঁও বিজিবি কোম্পানী কমন্ডার প্রমুখ। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা , ইউপি চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। উপজেলায় সামান্য কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে দাবী করা হয়। আলোচনা শেষে দেশে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রামান্য ভিডিও চিত্র প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। ভিডিও প্রদর্শণ শেষে অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক বাংলাদেশ পুলিশের নিয়োগ সমুহ অনলাইনের মাধ্যমে করতে হবে। একজন প্রার্থী সকল শারীরিক, ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক ফলাফল অর্জন করলে সেই কেবল পুলিশ সদস্য হওয়ার যোগ্যতা রাখে। এ নিয়োগ প্রক্রিয়ায় কোন প্রকার কারচুপির সম্ভাবনা থাকে না।

You must be Logged in to post comment.

গাংনীতে অগ্নিকান্ডে কৃষকের গম ক্ষেত পুড়ে ছাই।     |     লালমনিরহাটে মাদরাসার নিয়োগ বানিজ্যের অভিযোগ     |     গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |