ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আটোয়ারীতে এমকেপি’র উদ্যোগে মানবাধিকার সপ্তাহ উদযাপন

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : “ সময় এবার ঘুরে দাড়াবার, রক্ষা করতে মানবাধিকার” স্লোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে মানব কল্যাণ পরিষদ(এমকেপি) এর উদ্যোগে এবং আটোয়ারী প্রসপেক্ট প্রকল্পের বাস্তবায়নে মানবাধিকার সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সপ্তাহব্যাপী উ্পজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে মানবাধিকারের উপর রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোমবার(২৮ ডিসেম্বর) সকালে মানব কল্যাণ পরিষদ (এমকেপি) উপজেলা কার্যালয় চত্ত্বরে মানবাধিকার সপ্তাহ সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নাগরিক সমাজ সংগঠনের সভাপতি মোঃ নাজিম কিবরিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় স্লোগান ও মানবাধিকারের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মোছাঃ লুৎফা বেগম। ফিল্ড অফিসার প্রদীপ কুমার বর্মনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাধানগর হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহীদুল জব্বর শাহীন। মানব কল্যাণ পরিষদের কাযক্রম ও মানবাধিকার সপ্তাহ পালনের গরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন আটোয়ারী প্রকল্প অফিসের এলাকা ব্যবস্থাপক মোঃ মঞ্জুরুল তারিক, এমকেপি প্রতিনিধি রাশেদুল আলম। শিক্ষার্থীদের নিজ নিজ অনুভুতি উল্লেখ করে বক্তব্য দেন রাধানগর হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী বিউটি আক্তার, তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী বিথী আক্তার ও সর্দারপাড়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী বাবলী বেগম। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা স্মারক প্রদান করা হয।

You must be Logged in to post comment.

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |