ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আর্জেন্টিনার পতাকার রঙ্গে মেসিভক্তের বিয়ের গেট

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:সারা বিশ্ব জুড়ে চলছে ফুটবল বিশ্বকাপের উম্মাদনা,ফুটবলের মহারন। আর এই ফুটবল বিশ্বকাপে প্রিয় দলকে নিয়ে বাংলার ভক্তদের উন্মাদনার যেন শেষ নেই। এই উন্মাদনা দেখছে গোটা বিশ্ব। ভক্তদের উত্তাপ আর উন্মাদনায় বাংলার বিভিন্ন এলাকার বাড়ি, গাড়ি, সড়ক ও সেতু সাজানো হয়েছে পছন্দের দলের পতাকার রঙে।
এবার সেই উন্মাদনায় বাড়তি মাত্রা যোগ করেছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌর এলাকার যুবক অমিত কুমার পাল।
লিওনেল মেসির বড় ভক্ত এই তরুণ, উন্মাদনা ছড়াতে নিজের বিয়ের অনুষ্ঠানের গেট সাজিয়েছেন আর্জেন্টিনার পতাকার রঙে। এরই মধ্যে গেটটি দেখতে বিয়েবাড়ির সামনে ভিড় করছেন আর্জেন্টিনা সমর্থকরা। এতে নিজের বিয়ের আনন্দ আরো বেড়েছে বলে জানিয়েছেন অমিত কুমার পাল।
অমিত কুমার পাল ফুলবাড়ী উপজেলার পৌর এলাকার কাঁটাবাড়ী (পালপাড়া) গ্রামের অশোক কুমার পালের ছেলে। গত বুধবার (১৪ ডিসেম্বর) ছিল তার গায়েহলুদ অনুষ্ঠান; বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাতে বিয়ে। হলুদ অনুষ্ঠানের দিনে এমন গেট নির্মাণ করে এরই মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন অমিত।
অমিত জানান, তিনি ব্যবসা করেন। ছোটবেলা থেকে মেসির ভক্ত। এলাকার বড় ভাইদের সঙ্গে বসে মেসির খেলা দেখেই তার কঠিন ভক্ত হয়ে যান তিনি। তাই নিজের বিয়ের গেট আর্জেন্টিনার পতাকার আদলে রাঙানোর পরিকল্পনা করেন।
তিনি বলেন, “আমি একা নই, আমার বাবা অশোক কুমার পালও আর্জেন্টিনার একজন সাপোর্টার। তাই বাবার সঙ্গে আলোচনা করেই এমন গেট নির্মাণ করেছি।”

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |