ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আ.লীগ-বিএনপির সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সড়ক অবরোধ

মোঃ রেজাউল করিম, লালমনিরহাট। লালমনিরহাটে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর বড়বাড়ি সড়ক অবরোধ করে এ প্রতিবাদ সমাবেশ করেন তারা।
এর আগে শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বুড়িরবাজারে মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির পদযাত্রা ও আওয়ামী লীগের শান্তি সমাবেশ কর্মসূচি নিয়ে দুই দলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
অবরোধকারী ব্যবসায়ীরা জানান, সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়িরবাজারে পদযাত্রা বের করে ইউনিয়ন বিএনপি। এ সময় একই ইউনিয়নের আওয়ামী লীগ নেতাকর্মীরা শান্তি সমাবেশের নামে মিছিল বের করে। এতে দুই দলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। এসময় বেশ কিছু দোকান ভাঙচুর করা হয় ও উভয় দলের অন্তত ২০ নেতাকর্মী আহত হন।
এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয় বলে দাবি করেন ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের ক্ষতিপূরনের দাবিতে এদিন (১২ ফেব্রুয়ারি) বুড়িরবাজারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করে বড়বাড়ি-মহেন্দ্রনগর সড়কটি অবরোধ করে। ব্যারিকেড দিয়ে করা তাদের দুই ঘণ্টার অবরোধে সড়কের দুই পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে।
খবর পেয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ ও হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন ব্যবসায়ীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সেলুন ব্যবসায়ী নরসুন্দর রফিকুল ইসলাম, কম্পিউটার ব্যবসায়ী মাহবুব আলম, দোকানদার শফিকুল ইসলাম ও পান সুপারী বিক্রেতা মিনাল প্রমুখ।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |