ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

উত্তরবঙ্গের অবহেলিত ঠাকুরগা জেলার স্মৃতিচারণের নামকরণ

মজিবর রহমান শেখ ঠাকুরগা জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা, ঢাকা থেকে দূরত্ব প্রায় ৪৯০ কিলোমিটার। এটি ঠাকুরগাঁও জেলা । জেলাটিতে রয়েছে ৩ টি পৌরসভা, ৬ টি থানা, ৫ টি উপজেলা, ৫১ টি ইউনিয়ন ও ৫৭০ টি গ্রাম। ঠাকুরগাও নামটি  এসেছে প্রাচীন জমিদার নারায়ন ঠাকুর এবং তার ভাই জোতিষ ঠাকুরের নামানুসারে। ঠাকুরগাওয়ের পূর্ব্ নাম নিশ্চিন্তপুর। শহরের পাশ দিয়ে বয়ে গেছে টাংগন নদী। ঠাকুরগাও একটি ছোট্ট শহর। কিন্তু এর  ভেতরে ও আশেপাশে অনেক গুরুত্বপুর্ণ স্থান রয়েছে। বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আমগাছ আমাদের জেলার বালিয়াডাংগী থানায় অবস্থিত। এছাড়া আরো রয়েছে রাণীশৈংকেল রাজবাড়ি ও রানীসাগর, হরিণমাড়ির পুরোনো শিবমন্দির, মোঘল আমলে নির্মিত সনগাঁও জামে মসজিদ, ফতেপুর সিক্রি, বলাকা উদ্যান, পীরগঞ্জের ফানসিটি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত পুরোনো বিমান বন্দর ( শ্রীঘই চালু হবে আশা করি) ইত্যাদি। আরো অনেক দর্শণীয় স্থান। ভারতীয় সীমান্তে ঘেষা নাগর নদীর তীরে গড়ে ওঠেছে দৃষ্টিনন্দন চা বাগান রনবাগ টি স্টেট যেটা বর্তমানে পর্যটন কেন্দ্র হিসেবে বহুল জনপ্রিয়। শিক্ষার দিক দিয়েও পিছিয়ে নেই ঠাকুরগাঁও।  আমাদের  জেলার অনেক কৃতিসন্তান দেশের বিভিন্ন যায়গায় কৃতিত্বের সাথে অনেক অবদান ক্রমাগতভাবে রেখে যাচ্ছেন। বাংলাদেশের সর্বপ্রথম নিরক্ষর মুক্ত গ্রাম কচুবাড়ির কিষ্টপুর আমাদের জেলায় অবস্থিত। এক সময় আমাদের এই শিক্ষা আন্দোলনের নাম ছিল “সুরভিত ঠাকুরগাও”। কৃষকদের অধিকার আদায়ের জন্য গড়ে ওঠা তেভাগা  কেন্দ্রীয় আন্দোলনের নেতা হেলে কেতু বাবু , সাওতাল বিদ্রোহ বেশ শক্ত ভাবে গড়ে ওঠেছিল। আমাদের জেলার নৃতাত্ত্বিক গঠনপ্রণালী অন্যান্য জেলা থেকে আলাদা। আমাদের জেলার ভাষা উত্তর বঙ্গের অন্যান্য জেলা থেকে আমাদের জেলার ভাষা অনেকাংশে ভিন্ন। তবে আমাদের জেলার ভাষার সাথে চাপাইনবাবগঞ্জের ভাষার কিছু মিল রয়েছে। এখানে বসবাস করে বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ যেমন: পলিয়া, মুন্ডা, সাওতাল, রাজবংশী, মালদইহা, কোচ ইত্যাদি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। আমাদের সংস্কৃতির মধ্যে রয়েছে ধামের গান, সত্যপীরের গান, কবি গান, পালাগান , ওয়াজ মাহফিল ইত্যাদি বেশ জনপ্রিয়। তবে কালের বির্বতনে কিছু হারিয়ে যাচ্ছে। খেলাধুলার মধ্যে রয়েছে মার্বেল খেলা, হা-ডু-ডু, বউচি, চৌপাতি, গোল্লাছুট, চোরপুলিশ, ফুটবল এবং কালের জনপ্রিয় খেলা ক্রিকেট। আমাদের জেলার অথর্নীতির সীমানা ডিঙ্গিয়ে কিছু শিল্পপতি সমগ্র দেশে বিচরণ করছে। এদের মধ্যে রাজ্জাক গ্রুপ, ইজাব গ্রুপ,  ইএসডিও প্রভৃতি উল্লেখযোগ্য। কিছু বরেণ্য ব্যক্তির জন্ম হয়েছে আমাদের জেলায়। বাংলাদেশের বিভিন্ন আন্দোলনে যেই ছাত্র সংগঠনের সবচেয়ে অবদান সবচেয়ে বেশি । বর্তমানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্মস্থান আমাদের জেলায়.      ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি দবিরুল ইসলাম। আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বর্তমান সদর আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন এমপি সাহেবেরও বাড়ি আমাদের জেলায়। শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বহুল আলোচিত ছাত্রনেতা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেবের বাড়ীও আমাদের ঠাকুরগাঁও জেলায়। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার অঙ্গনে যিনি দাপিয়ে বেড়াচ্ছেন অধ্যাপক শিশির ভট্ট্যাচার্য তার বাড়িও ঠাকুরগাও। বিশিষ্ট নাট্যভিনেতা লিটু অানামের বাড়ি ও আমাদের জেলায়। সবাই বলে আমাদের জেলার মানুষ সহজ সরল এবং সহজেই প্রতারিত হয়। তাইতো জনৈক ব্যক্তি বলেছেন ”আমরা সরল সমাজের বাসিন্দা”। তাইতো আমি আমার জেলাকে ভালোবাসি ! আসুন দল-মতকে উর্ধ্বে রেখে নিজেকে নীতির মধ্যে সীমাবদ্ধতা রেখে ঠাকুরগাঁও জেলার উন্নয়ণে সম্মিলিতভাবে কাজ করি।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |