ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উত্তেজক পোশাকে ধর্মীয় স্থানে গিয়ে বিতর্কে বিগ বস তারকা !

আজকের রিপোর্ট ডেক্স : ছোট পোশাকে ধর্মীয় স্থানে যাওয়া এবং সেখানে গিয়ে উত্তেজক ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিতর্কে জড়ালেন নীতিভা কল।

টেলিভিশনের জনপ্রিয় মুখ নীতিভা কল। বিগ বসের মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেছিলেন। সম্প্রতি তিনি ছুটি কাটাতে গিয়েছিলেন কর্ণাটকের গোকর্ণ সৈকতে। সেখানে গিয়েই উত্তেজক পোশাকে পড়ে দুটি ছবি তোলেন নীতিভা। এবং সেই ছবি পোস্ট করেন ফেসবুক পেজে।

এরপর থেকেই শুরু হয়। গোকর্ণ হিন্দু ধর্মের পবিত্র তীর্থভূমি। এই গোকর্ণ সৈকতের কাছেই জন্মেছিলেন শ্রী হনুমান। এই প্রকারের তীর্থভূমিতে গিয়ে উত্তেজক পোশাক পড়ে ছবি তোলার কারণে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হয়েছেন নীতিভা কল। বহু বিরূপ কমেন্টে ভরে গিয়েছে। প্রায় সব ক্ষেত্রেই তাঁকে সমালোচিত হতে হয়েছে পবিত্র হনুমান জন্মস্থানে উত্তেজক ছবি তোলার জন্য।

যদিও হনুমানের জন্মস্থানে উত্তেজক ছবি তুলে এবং তা ফেসবুক পেজে পোস্ট করে তিনি কোনও ভুল করেননি বলে দাবি করেছেন নীতিভা কল। তাঁর কথায়, “একবিংশ শতকে আমাদের এই ছোট ছোট বিষয়গুলি থেকে বাইরে বেড়িয়ে আসতে হবে। আমি একজন ভারতীয় নারী। আমি ছোট জামা কাপর বা বিকিনি পড়ি। তার মানে এই নয় যে আমি হনুমানকে শ্রদ্ধা বা সম্মান করি না।”

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |