ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উপ-নির্বাচনে জামানত হারালেন ১৪ দলের প্রার্থীসহ চারজন

ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া ঠাকুরগাঁও -৩ (পীরগঞ্জ ও রাণীশংকৈল) আসনে উপনির্বাচনে জামানত হারিয়েছেন ১৪ দলের মনোনীত প্রার্থী সহ চারজন পদপ্রার্থী।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম।
কর্মকর্তা বলেন, অনুষ্ঠিত উপ-নির্বাচনে মোট ৩২৬৭৪১ ভোটের মধ্যে ১৫০৩৩৪ টি ভোট পরেছে। এতে ৮৪০৪৭ ভোটে পেয়ে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ লাঙ্গল প্রতীকে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী অধ্যাক্ষ গোপাল চন্দ্র রায় একতারা প্রতিকে পেয়েছেন ৫০৩০৯ ভোট। আর হাতুড়ি প্রতিকে ১১৩৫৬ ভোট পেয়ে ১৪ দলের মনোনীত প্রার্থী অধ্যাপক ইয়াসিন আলী, ২২৫৭ ভোট পেয়ে গোলাপ ফুল প্রতীকে এমদাদুল হক ও ৯৫১ ভোট পেয়ে আম প্রতিকে  ন্যাশনাল পিপলস পার্টির  শাফি আল আসাদ, ১৪১২ ভোট পেয়ে টেলিভিশন প্রতিকে বাংলাদেশ ন্যাশনানিল্ট ফ্রন্ট (বিএনএফ) সিরাজুল ইসলাম জামানত হারিয়েছেন।
জামানত হারানোর বিষয়ে জানতে চাইলে ১৪ দলের মনোনীত প্রার্থী ও জেলা ওয়াকার্স পাটির সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী বলেন, এত কম ভোট পাব বুঝতে পারিনি। যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা তা রক্ষা করেননি বলে আজকে এমন পর্যায় ১৪ দলের।
লাঙ্গল প্রতীকে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এর আগেও আমি এমপি হিসেবে দায়িত্ব পালন করেছি। আবার জনগণ আমার উপর আস্থা রেখেছেন। জনগণের সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি আমি৷

You must be Logged in to post comment.

বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |