ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষার ফলাফলে জেলায় ৩ টি বিদ্যালয়ে শতভাগ পাশ করে শ্রেষ্ঠত্ব অর্জন

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : চলতি সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার ফলাফলে মেহেরপুর জেলার ৩ টি বিদ্যালয়ে শতভাগ পাশের গৌরব অর্জন করেছে। প্রকাশিত ফলাফলে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজ এবং জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মেহেরপুর জেলার তাদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে।
মেহেরপুর জেলার ৩ টি উপজেলার ৪ টি সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের কোনটিতেই শতভাগ পাশ করেনি। তবে এবছর শিক্ষা বোর্ড নিবন্ধিত ও একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত বিদ্যালয় গাংনী প্রি ক্যাডেট স্কুল এন্ড কলেজের শ্্িক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ করেছে।
ফলাফলে জেলার শীর্ষ স্থান অধিকার করেছে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ এবং গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজ ।
চলতি সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিনিয়াস র‌্যাবরেটরী স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ গ্রহন করেছিল ৬৪ জন। শতভাগ পাশ করার পাশাপাশি ৪৭ জন জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে।
গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজ থেকে ১৪৭ জন পরীক্ষা দিয়ে সকলেই পাশ করেছে। এখানে পাশের শতকরা হার শতভাগ এর পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে ১৩০ জন। যার শতকরা হার ৮৮.৮৪ %।
জেলায় ৩য় স্থান অধিকার করেছে গাংনী উপজেলা জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় । জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ৮৬ জন পরীক্ষা দিয়ে সকলেই পাশ করেছে। এখানে পাশের শতকরা হার শতভাগ এর পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন। যার শতকরা হার ৮৮.৮৪ %।
ফলাফলে ৪র্থ পর্যায়ে রয়েছে গাংনী প্রি ক্যাডেট এন্ড হাই স্কুল । গাংনী প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল থেকে ৪৭ জন পরীক্ষা দিয়ে সকলেই পাশ করেছে। এখানে পাশের শতকরা হার শতভাগ এর পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে ৩২ ।
জেলায় ৫ম স্থান অধিকার করেছে মেহেরপুর সরকারী বাীলকা বিদ্যালয় । এখানে ২৫২ জনের মধ্যে ২৪৭ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১২১ জন। যার শতকরা হার ৯৮.০২ %।
গাংনী পাইলট স্কুল এন্ড কলেজ থেকে ২৩২ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ২২৬ জন। এখানে পাশের শতকরা হার শতভাগ এর পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে ১১১ জন ।
মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছিল মোট ২১১ জন । পাশ করেছে ২০৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৭৮ জন। পাশের শতকরা হার ৯৮.১০%। জিপিএ-৫ এর শতকরা হার ৩৬.৯৬ %।
গাংনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছিল ৯৭ জন । পাশ করেছে ৯৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৩১ জন। পাশের হার শতকরা ৯৮.৯৬ %।
মুজিবনগর সরকারী মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছিল ১২০ জন । পাশ করেছে ১১০ জন। জিপিএ-৫ পেয়েছে ৩১ জন। পাশের হার শতকরা ৯১.৬৬ %।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |