ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কঠোর লকডাউনে সঞ্চয়ের টাকা ফেরত পেলেন ব্র্যাক গ্রাহকরা

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : কঠোর লকডাউনে সকল এনজিও অফিস বন্ধ থাকলেও সঞ্চয়ের টাকা ফেরত পেলেন ব্র্যাক এনজিও’র গ্রাহকরা। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা ও বোদা উপজেলার ৬টি ব্রাঞ্চের ১৯৫ জন গ্রাহক তাদের সঞ্চয় হতে প্রতি গ্রাহক ২০০০/- টাকা করে ঘরে বসেই বিকাশের মাধ্যমে ফেরত পেয়েছেন। মহামারী করোনা ভাইরাস সংক্রমন রোধে সারাদেশে গত ১লা জুলাই ২০২১ তারিখ হতে কঠোর লকডাউন ঘোষনা দিয়েছিল সরকার। এর কারনে বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ মানুষের জীবন যাত্রা স্থবির হয়ে পড়লে গ্রাহকদের জমানো টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয় ব্র্যাকের উর্ধতন কর্তপক্ষ। সংকটকালে সঞ্চয়ের টাকা ফেরত দেওয়ায় অত্যান্ত খুশি হয়ে ব্র্যাক এনজিও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গ্রাহকগণ। আটোয়ারী উপজেলার সুখ্যাতি গ্রামের রশিদা বেগম ও বোধগাঁও গ্রামের হাসিনা বেগম এবং বোদা উপজেলার তাঁতিপাড়া গ্রামের সুফলা ও নয়াদীঘি গ্রামের নবিজা ব্র্যাক গ্রাহক জানান, লকডাউনের কারনে তাদের উপার্জন বন্ধ হয়ে গিয়েছিল। সামনে কোরবানি ঈদের বাড়তি খরচ কিভাবে সামাল দিবেন এনিয়ে ছিলেন মহা দুশ্চিন্তায়। এই দুঃসময়ে নিজেদের জমানো টাকা ফেরত পেয়ে তারা চিন্তামুক্ত হতে পেরেছেন। ব্র্যাক আটোয়ারী উপজেলা শাখা ব্যবস্থাপক(দাবি) সুনীল কুমার রায় বলেন, আমাদের কর্মীরা প্রতিনিয়ত মোবাইল ফোনে গ্রাহকদের খোজখবর নিচ্ছেন। সেই সাথে স্বাস্থ্য সচেতনতামুলক পরামর্শ প্রদান করছেন এবং অর্থনৈতিক সহযোগিতার প্রয়োজন রয়েছে কিনা সে বিষয়েও খোজ খবর রাখছেন। যারা সংকটে আছেন তাদেরকে সঞ্চয়ের টাকা বিকাশে পাঠিয়ে দেওয়া হয়েছে। বোদা উপজেলার এলাকা ব্যবস্থাপক (দাবি) শাহ মোঃ আব্দুল আসাদ বলেন, গ্রাহকদের চাহিদার ভিত্তিতে কঠোর লকডাউনে ব্র্যাক অফিস বন্ধ থাকলেও পঞ্চগড় জেলার মাইক্রোফাইন্যান্স(দাবি) কর্মসুচির গ্রাহকদের ১৯৫জনের মধ্যে প্রত্যেক গ্রাহককে দুই হাজার টাকা করে মোট ৩ লাখ ৯০ হাজার টাকা তাদের সঞ্চয় থেকে বিকাশের মাধ্যমে প্রদান করা হয়েছে।

You must be Logged in to post comment.

ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদারীপুর কে.আই হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প     |     একের পর এক মরছে গরু, সীমান্তে আতঙ্কে দুই গ্রামের মানুষ     |     পঞ্চগড়ে স্বাধীনতা দিবস উপলক্ষে গরীব ও দুঃস্থদের মাঝে বিজিবির ইফতার বিতরণ।     |     যথাযথ মর্যাদায় পঞ্চগড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       |     মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত     |