ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কালিহাতী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আ: রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন কালিহাতী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুণর্মিলনী উদযাপন করা হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) এলেঙ্গা রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক ডক্টর জান্নাত আরা হেনরী।

‘কালিহাতী ফাউন্ডেশন’র চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক আবু নাসেরের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক মেয়র জামিলুর রহমান মিরন, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জাকির হোসেন, টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক খান আহমদ শুভ, এলেঙ্গা পৌরসভার মেয়র নূর-এ-আলম সিদ্দিকী, টাঙ্গাইল জেলা বাস কোচ মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি প্রমুখ। অনুষ্ঠানে জাতীয় ও স্থানীয় পর্যায়ের শিল্পীরা দুপুর থেকে রাত পর্যন্ত সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে কালিহাতী উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, আসন্ন ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, স্থানীয় আওয়ামীলীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।

You must be Logged in to post comment.

গাংনীতে অগ্নিকান্ডে কৃষকের গম ক্ষেত পুড়ে ছাই।     |     লালমনিরহাটে মাদরাসার নিয়োগ বানিজ্যের অভিযোগ     |     গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |