ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালি গ্যাস সিলিন্ডার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আওয়ামী লীগ নেতা

ঠাকুরগাঁও প্রতিনিধি: দুইদিন থেকে বাসায় রান্না হচ্ছেনা। বাসী ভাত তরকারি খেতে হচ্ছে। খালি গ্যাস সিলিন্ডারটা নিয়ে দোকানে দোকানে ঘুরছি। গ্যাসের সিলিন্ডারের দাম চাচ্ছে ১৬৫০ টাকা। অথচ গতমাসে কিনেছি ১৩০০ টাকায়। আমি সে দামেও কিনতে রাজি। দোকানদারকে বললাম আমি আপনার দামে কিনব তবে মেমো দিতে হবে। কিন্তু তিনি আমাকে মেমো দেবেন না। আর আমার কাছে গ্যাস সিলিন্ডার বিক্রিও করবেনা। সে কারনে এখন ঘুরে বেড়াচ্ছি গ্যাস সিলিন্ডার কেনার জন্য।

কয়েকটি এলপিজি গ্যাস সিলিন্ডারের দোকানে ঘুরে না পেয়ে এভাবেই বলছিলেন ঠাকুরগাঁও পীরগঞ্জ পৌর শহরের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হামিদুর রহমান। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

আওয়ামী লীগের নেতা আরো বলেন, কিছুদিন পরপর সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। তেলের দাম বাড়লো, চিনির দাম বাড়লো আবার গ্যাসের দাম বাড়লো। তাও এখন গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছেনা। সাইকেল নিয়ে একটার পর একটা দোকানে ঘুরছি কোন লাভ হচ্ছেনা। গ্যাস না থাকার কারনে রান্না বান্নাও হচ্ছে না। এখন কিভাবে কি করব বুঝে উঠতে পারছি না। হয়তো শেষ পর্যন্ত মেমো ছাড়াই চড়া দামে কিনতে হবে।

এ বিষয়ে এলপিজি গ্যাস সিলেন্ডার বিক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করলে কেউ কথা বলতে রাজি হননি।

চড়া দাম ও মেমো না দেওয়ার ব্যাপারে জানতে চাইলে ঠাকুরগাঁও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ সাদী বলেন, এলপিজি গ্যাস সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ভোক্তাদের স্বার্থে আমাদের অভিযান চলমান রয়েছে। নির্ধারিত মূল্যের অধিক দামে কেউ বিক্রি করে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

You must be Logged in to post comment.

গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |