ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

খুলনা মহানগর ও জেলার ১৭ থানায় অপরাধ বেড়েছে

খুলনা প্রতিনিধি : খুলনা মহানগরীর আট থানা ও জেলার ৯ থানায় গত জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারী মাসে অপরাধ প্রবনতা বেশি সংঘটিত হয়েছে। সূত্রমতে ফেব্রুয়ারি মাসে মহানগরীর আট থানায় ১৭৪টি মামলা দায়ের হয়। এর আগে জানুয়ারি মাসে মামলা দায়ের হয় ১৬১ টি। এছাড়া জেলার নয় থানায় ফেব্রুয়ারি মাসে ১৭৪ টি মামলা দায়ের হয়। এর আগে জানুয়ারি মাসে এ থানাগুলোতে মামলা দায়ের হয়েছিল ১৬০ টি। গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভায় প্রতিবেদনে এ তথ্য জানানো। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। সভায় তিনি বলেন, যে কোন মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। দেশের অন্যান্য স্থানের তুলনায় এ অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভাল অবস্থানে রয়েছে। তিনি বলেন, মাদকসেবী, মাদক ক্রয় ও বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো তৎপর হতে হবে। চিংড়ি মাছে কেহ যেন অপদ্রব্য পুশ করতে না পারে সে দিকে সংশ্লিষ্টদের নজর দিতে হবে। খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিন উল আহসান এতে সভাপতিত্ব করেন। সভায় খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বি¯তারিত আলোচনা হয়। সভাপতি বলেন, মাদকের পাশাপাশি ইয়াবা ও গাজাসহ বিভিন্ন ধরনের মাদকে অনেকে আসক্ত হয়ে পড়ছে। মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার মানবসৃষ্ট একটি বহুমাত্রিক সমস্যা। আমরা মাদকের ভয়াবহ থাবা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে এ সংক্রান্ত আইনের কঠোর প্রয়োগ করতে হবে। মাদকবিরোধী প্রচার-প্রচারণাকে আরো জোরদার করতে হবে। সভাপতি মাদক, ইয়াবা ও গাজার উৎস কোথায় তা খুঁজে বের করতে সংশ্লিদের অনুরোধ করেন। সভাপতি জানান, মোবাইল কোর্ট পরিচালনা ও পুলিশ টহল বৃদ্ধির কারণে জেলা ও মহানগরীর বিভিন্ন বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজের সামনে বখাটেদের দৌরাত্ম্য অনেকাংশে কমে এসেছে। এব্যাপারে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখতে সংশ্লিষ্টকে অনুরোধ করেন। পুলিশ সুপার সভাকে জানান, মোটরসাইকেলে তিনজন আরোহী নিয়ে চলাচল করতে পারবে না। প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। মহানগরীতে থ্রি হুইলার গাড়ীর চালকদের লাইসেন্স, গাড়ীর রেজিস্ট্রশনসহ অন্যান্য কাগজপত্র কঠোরভাবে পরীক্ষা ও যাচাই-বাছাই করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়। একই সাথে থ্রি হুইলার ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনকারীদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং অতিরিক্ত যাত্রী বহন করা যাবেনা মর্মে সভায় সিদ্ধাšত নেয়া হয়। মাদকদব্য নিয়ন্ত্রণ এর উপপরিচাক সভাকে জানান, ফেব্রুয়ারি মাসে মাদকের বিরুদ্ধে ২৪টি অভিযান পরিচালনা করা হয়েছে এবং মামলা রুজু করা হয়েছে চারটি এবং চার জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। সভাপতি নগরীতে ব্যানার ও প্যানা অপসারনের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেন । সভায় জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, সিভিল সার্জন, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা চেয়ারম্যান, কেএমপি, বিজিবি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় আইনশৃঙ্খলা প্রতিবেদনে জানানো হয়, খুলনা মহানগরীর আটটি থানায় গত ফেব্রুয়ারি মাসে ডাকাতি ১টি, চুরি ৮টি, অস্ত্র আইনে ৩টি, দ্রুত বিচার ২টি, ধর্ষণ ৫টি, নারী ও শিশু নির্যাতন ১১টি, নারী ও শিশু পাচার ১টি, মাদকদ্রব্য ১১৭টি এবং অন্যান্য ২৬টি সহ মোট ১৭৪টি মামলা দায়ের হয়েছে। গত জানুয়ারি মাসে এ সংখ্যা ছিল ১৬১টি। জেলার নয়টি থানায় ফেব্রুয়ারি মাসে রাহাজানি ১টি, চুরি ৪টি, অস্ত্র আইনে ৩টি, ধর্ষণ ২টি, নারী ও শিশু নির্যাতন ১১টি, নারী ও শিশু পাচার ১টি ও মাদকদ্রব্য ৫৬টি এবং অন্যান্য আইনে ৮২টি সহ মোট ১৬০টি মামলা দায়ের হয়েছে। গত জানুয়ারি মাসে এ সংখ্যা ছিল ১৪২টি।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |