ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

খেলতে গিয়ে পালরদী নদীতে পড়ে শিশু নিখোঁজ

জাহিদ হাসান,মাদারীপুর জেলা প্রতিনিধি: খেলাতে গিয়ে পালরদী নদীতে পড়ে আব্দুল্লাহ আরাফাত নামে আড়াই বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার সকালে এঘটনা ঘটেছে মাদারীপুরের কালকিনি উপজেলার চর ঠেঙ্গামারা গ্রামে। শিশুটিকে খুঁজতে ফায়ার সার্ভিসের সদস্যরাও তৎপরতা চালাচ্ছেন।
নিখোঁজ আব্দুল্লাহ আরাফাত কালকিনি পৌর এলাকার চর ঠেঙ্গামারা গ্রামের আলাই ভান্ডারীর ছেলে। খবর পেয়ে কালকিনি থানা পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা নদী থেকে শিশুটি উদ্ধারে তৎপরতা কার্যক্রম শুরু করে যাচ্ছেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত শিশুটির কোন সন্ধান মেলেনি।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে শিশু আব্দুল্লাহ আরাফাত একা নদীর পাড়ে খেলতে যায়। এসময় হঠাৎ করে তার পা পিছলে পড়ে গিয়ে নদীতে ডুবে নিখোঁজ হন। তবে নদীতে তীব্র শ্রোত থাকায় স্থানীয়রা তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে দুপুরে তার কোন সন্ধায় না পাওয়ায় কালকিনি থানা পুলিশের সহযোগীতায় মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নদীর তিন কিলোমিটার জুরে উদ্ধার কার্যক্রম শুরু করেন। এদিকে নদীতে ডুবে শিশু আব্দুল্লাহ আরাফাতের নিখোঁজের ঘটনায় তার স্বজনদের মাঝে আহাজারী শুরু হয়।
নিখোঁজ শিশুর মা পারভিন বেগম আহাজারী করে বলেন, ‘জীবিত না হোক মৃত অবস্থায় হলেও আমার সন্তানকে আমি এক নজর দেখতে চাই। আমার সন্তানের দেহটা আমার কাছে ফিরিয়ে দিন।’
মাদারীপুর ফায়ার সার্ভিসের সাব-কর্মকর্তা মাহাতাব হোসেন বলেন, আমরা নদীতে আব্দুল্লাহ আরাফাতের সন্ধ্যান তৎপরতা অবহ্যত রেখেছি। সন্ধ্যা ৬টা পর্যন্ত তাকে পাওয়া যায়নি। রবিবার আবার উদ্ধার তৎপরতা শুরু হবে।’
এব্যাপারে কালকিনি থানার এসআই কাঞ্চন মিয়া বলেন, ‘সকালে ঘটনা শোনার সঙ্গে-সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে হাজির হয়ে বিভিন্ন উপায়ে নদী থেকে নিখোঁজ আব্দুল্লাহ আরাফাতের সন্ধানের চেষ্টার কোন ত্রুটি করিনি। এ উদ্ধার তৎপরতার অভিযানের চেষ্টা সারাদিন এবং রাত পর্যন্ত চলছে। না পাওয়া পর্যন্ত চলবে।’

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |