ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গাংনীতে ‘আজকের সূর্যোদয়’ পত্রিকার প্রতিনিধি পরিচিতি ও শুভেচ্ছা সভা অনুষ্ঠিত

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধিঃ গাংনীতে হৃদয়ে মুক্তিযুদ্ধ শ্লোগানে প্রকাশিত দৈনিক ‘আজকের সূর্যোদয়’ পত্রিকার প্রতিনিধি পরিচিতি ও শুভেচ্ছা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল কাশেম অনুরাগীর আহবানে সূর্যোদয় স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বৃহত্তর কুষ্টিয়া জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রাক্তণ ও নবীন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই পত্রিকার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন, পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং সূর্যোদয় স্কুল এন্ড কলেজের পরিচালক আব্দুল কাশেম অনুরাগ
গাংবাদিকের পরিচিতির পর আজকের সূর্যোদয় পত্রিকার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব শফি কামাল পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বস্তুনিষ্ঠ,মান সম্মত ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সংবাদ প্রকাশের বিষয়ে করণীয় ও দিক নির্দেশনা তুলে ধরে বক্তব্য রাখেন, আজকের সূর্যোদয় পত্রিকার উপদেষ্টা কমিটির সদস্য ও জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, গাংনীর বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সর্বজন শ্রদ্ধেয় সিরাজুল ইসলাম স্যার , মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক ও অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সাইদুর রহমান, মেহেরপুর জেলা আওয়ামীলীগ নেতা মখলেছুর রহমান খোকন ,ব্যবস্থাপনা কমিটির সদস্য আজিজুল হক রানু প্রমুখ।
সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী কাননের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক (ইত্তেফাক)ও গাংনী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমানসহ গাংনী, মেহেরপুর, মুজিবনগর, দামুড়হুদা, জীবননগর, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, খলিসাকুন্ডি,আমলা, মীরপুর, দেীলতপুর, ভেড়ামারা, কুষ্টিয়া থেকে বিভিন্ন পত্র পত্রিকার অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ শুভেচ্ছা সভায় অংশগ্রহন করেন।

You must be Logged in to post comment.

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |