ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন তেঁতুলবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নাজমুল হুদা বিশ্বাসের মনোনয়ন পত্র জমা

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার ২ নং তেঁতুলবাড়ীয়া ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত আওয়ামীলীগ পরিবারের সন্তান,আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা,উপজেলা ও জেলা নেতৃবৃন্দের আস্থাভাজন নেতা, দীর্ঘ রাজনৈতিক জীবনে ত্যাগ তিতীক্ষার মধ্য দিয়ে ইউনিয়ন আওয়ামীলীগকে সুসংগঠিত করে রেখেছেন সেই জনপ্রিয় নেতা সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। ইউনিয়ন আওয়ামীলীগকে রক্ষা করতে তিনি জনগণের প্রত্যাশা পূরণে এবং আশা আকাঙ্খার প্রতীক হিসাবে ইতোমধ্যেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেছেন। এই নির্বাচনে উপজেলার ২ নং তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের তেঁতুলবাড়ীয়া গ্রামের কৃতি সন্তান একাধিকবারের নির্বাচিত চেয়ারম্যান মরহুম নূরুল হুদা বিশ্বাসের ছোট ছেলে নাজমুল হুদা বিশ্বাস সৎ,যোগ্য জনপ্রিয় (জনপ্রতিনিধি) চেয়ারম্যান প্রার্থী হিসাবে গরীব ,অসহায়, দুঃখী মানুষের বন্ধু,আপন জন, কাছের মানুষ,বিপদের বন্ধু, উন্নয়নের রুপকার,জনগণের চোখের মনি নাজমুল হুদা দলীয় মনোনয়ন না পাওয়ায় নেতা কর্মী সমর্থকদের প্রত্যাশা পূরণে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।আজ শনিবার সকালে গাংনী উপজেলা নির্বাচন অফিসার আব্দুল আজিজের কাছে মনোনয়ন পত্র জমা দেন।

কোনরকম যাচাই বাছাই না করে একজন অযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেয়া হয়েছে। অনেকেই সেই প্রার্থীকে চেনেন না। রাজনৈতিক কার্যক্রমে যার কোন রকম অবদান নেই। তার সাথে কোন নেতা কর্মী সমর্থক নেই।আমাদের দাবী , জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ইউনিয়নবাসীর কাছে এসে তাদের জনমত যাচাই করে দেখুন প্রকৃত অর্থে যোগ্য প্রার্থী কে! এলাকার নারী পুরুষের দাবি , এখনও সময় আছে দলীয় প্রার্থী পরিবর্তন করে নাজমুল হুদাকে মনোনয়ন দেয়া হোক। নাজমুল হুদা বলেন সকলের সহযোগিতা ও দোয়া চাই। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জনগণ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে আমি ব্যাপক ভোটের ব্যবধানে বিজয় লাভ করবো।

 

You must be Logged in to post comment.

আটোয়ারীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সভা     |     আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্দুর রাজ্জাক এঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন     |     ঝিকরগাছার পল্লীতে মেয়েকে খুঁজে না পেয়ে থানায় অভিযোগ     |     মাদারীপুরে ৮শ’ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস     |     ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে ছাত্রের মরদেহ উদ্ধার     |     গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |