ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪ ইং | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীর সাহারবাটি গ্রামে স্বামীর অন্ডকোষ ছিড়ে হত্যা চেষ্টার অভিযোগ

আমিরুল ইসলাম অল্ডাম  মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে পারিবারিক কলহের জের ধওে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্ত্রী রিয়া খাতুন তার স্বামী আব্দুল মালেক (৩২) এর অন্ডকোষ ছিড়ে হত্যা চেষ্টা করেছের বলে অভিযোগ উঠেছে। এসময় আহত স্বামীকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে সাহারবাটি বালিরমাঠ পাড়ায় এ ঘটনা ঘ্েট।
স্থানীয়রা জানান, সাহারবাটি গ্রামের বালির মাঠ পাড়া গ্রামের ইছার আলরি ছেলে আব্দুল মালেকের সাথে উপজেলা ধানখোলা গ্রামের রিয়া খাতুনের। বিয়ের পর তাদের সংসারে একটি মেয়ে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে নানা বিষয় নিয়ে মনো মালিন্য চলে আসছিল। মাঝে মধ্যেই ঝগড়া বিবাদ লেগেই থাকতো।
শুক্রবার সকালে ঘুম থেকে উঠে পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। কথা কাটাকাটির একপর্যায়ে আব্দুল মালেক তার স্ত্রীকে চড় থাপ্পড় মারে। এসময় রিয়া ক্ষিপ্ত হয়ে স্বামী আব্দুল মালেকের অন্ডকোষ চেপে ধরে তাকে হত্যার চেষ্টা করে। অন্ডকোষ ধরে টানাটানির একপর্যায়ে আব্দুল মালেক মাটিতে লুটিয়ে পড়ে। স্ত্রীর আঘাতে অন্ডকোষের আংশিক অংশ ছিড়ে রক্তাক্ত হয়। এসময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যব্স্থা নেয়া হবে।

You must be Logged in to post comment.

    |     ভূঞাপুরে স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ কর্তন স্ত্রী গ্রেফতার     |     মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সকে আন্তর্জাতিক মানের করা হবে -আ.ক.ম মোজাম্মেল হক এমপি     |     মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকতে হবে           —- রাণীশংকৈলে এমপি সুজন     |     রাণীশংকৈলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত     |     ঝিকরগাছায় ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভা, চিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল     |     ঝিকরগাছায় শব্দদূষণ বন্ধে অবস্থান কর্মসূচি ও ইউএনও’র নিকট স্মারকলিপি প্রদান     |     আটোয়ারীতে এমপি রেজিয়া ইসলাম এঁর মতবিনিময় সভা     |     গাংনীতে মুকুল সেবা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     উপজেলা নির্বাচনে মেহেরপুর সদরে ৫ জন ও মুজিবনগরে ৪ জন মনোনয়ন পত্র জমা দিলেন     |