ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪ ইং | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাংনী বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২২ সভাপতি পদে শাওনের মনোনয়ন পত্র জমা

আমিরূল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি: গাংনী বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২২ আগামী ৮ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচেছ। এদিকে নিবাঁচনকে কেন্দ্র করে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন।গণ সংযোগ বা প্রচারণা জমে উঠলেও নেতা কর্মী সমর্থকদের মধ্যে নির্বাচনী প্রচারণাতে বেশ উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে।
আজ বুধবার সভাপতি পদপ্রার্থী শাওন তার কর্মী সমর্থক ও স্বজনদের সাথে নিয়ে বাজার কমিটির নির্বাচন কমিশনারের নিকট সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন । গাংনী শহরের প্রানকেন্দ্রে অবস্থিত গাংনী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমিরুল মার্কেটের মালিক,গাংনী পৌরসভার ১ম পৌর মেয়র মরহুম আমিরুল ইসলামের সুযোগ্য সন্তান প্রকৌশলী মো. সালাউদ্দীন শাওন।

নির্বাচনের দিন ঘনিয়ে আসায় নানা জল্পনা কল্পনার অবসান শেষে কে হবেন গাংনী বাজার কমিটির সভাপতি সেই হিসেব নিকেশ কসছেন ব্যবসায়ীরা।
সম্ভাব্য প্রার্থী হিসাবে সামাজিক গণ মাধ্যম ফেসবুক সরব হয়ে পড়েছে । শুরু হয়েছে চায়ের দোকানের মাঁচা ও মাঠে ময়দানে আলাপ চারিতা ।প্রার্থীরা কৌশল তৈরী করছেন। সম্ভাব্য পদ প্রার্থীরাা জোরে সোরে দোয়া ও সমর্থন পেতে মরিয়া হয়ে উঠেছেন।
এদের মধ্যে অনেকেই রয়েছেন নতুন মুখ।এর আগে কখনও বাজার কমিটির নির্বাচনে অংশ নেননি।
বাজার কমিটির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। গাংনী বাসস্ট্যান্ড বাজারের (বড় বাজার ) আমিরুল মার্কেটের মালিক , মরহুম আমিরুল ইসলামের যোগ্য উত্তরসূরী মো.সালাউদ্দীন শাওন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সমর্থন পেলে তাই শাওন গাংনী বাজারের ছোট বড় সকল ব্যবসায়ীদের সুসংগঠিত করে সুন্দর বাজার ব্যবস্থাপনা, ব্যবসায়ীক বান্ধব পরিবেশ সৃষ্টি,বাজারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, ব্যবসায়ীদের আপদে বিপদে পাশে থাকতে, বাজার কমিটির আয় ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা , ব্যবসায়ীদের স্বার্থ রক্ষাসহ অধিকার প্রতিষ্ঠায় নিবেদিতভাবে অর্পিত দায়িত্ব পালন করবেন বলে আশ্বস্ত করেছেন। তিনি ইতোমধ্যেই ১৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষনা করেছেন।

You must be Logged in to post comment.

    |     ভূঞাপুরে স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ কর্তন স্ত্রী গ্রেফতার     |     মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সকে আন্তর্জাতিক মানের করা হবে -আ.ক.ম মোজাম্মেল হক এমপি     |     মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকতে হবে           —- রাণীশংকৈলে এমপি সুজন     |     রাণীশংকৈলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত     |     ঝিকরগাছায় ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভা, চিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল     |     ঝিকরগাছায় শব্দদূষণ বন্ধে অবস্থান কর্মসূচি ও ইউএনও’র নিকট স্মারকলিপি প্রদান     |     আটোয়ারীতে এমপি রেজিয়া ইসলাম এঁর মতবিনিময় সভা     |     গাংনীতে মুকুল সেবা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     উপজেলা নির্বাচনে মেহেরপুর সদরে ৫ জন ও মুজিবনগরে ৪ জন মনোনয়ন পত্র জমা দিলেন     |