ঢাকা, বুধবার, ১৭ই এপ্রিল ২০২৪ ইং | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাইবান্ধায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ গাইবান্ধায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়। বৃহম্পতিবার সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ’।জেলা প্রশাসন, ক্যাব গাইবান্ধা জেলা কমিটি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি পালিত হয়।
জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল এই কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এবিএম সাদিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মিজানুর রহমান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুস দাইয়ান, জেলা মার্কেটিং অফিসার শাহ মোয়াজ্জেম হোসেন, ক্যাব গাইবান্ধা জেলা কমিটির সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, এটিএন বাংলার ইদ্রিসউজ্জামান মোনা, সাংবাদিক উত্তম সরকার, শেখ হুমায়ন হক্কানী, এসকেএস ফাউন্ডেশনের আশরাফুর রহমানসহ আরও অনেকে।সভায় বক্তারা ভোক্তা অধিকার আইনে উল্লেখিত ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতনতার উপর গুরুত্বারোপ করেন। সেইসাথে বর্তমানে সম্প্রসারিত ডিজিটাল বাজার ব্যবস্থাপনায় ক্রয়কৃত পণ্যের মান, ওজন নিশ্চিত হওয়া এবং এক্ষেত্রে প্রতারণার বিষয়ে সচেতন থাকতে ভোক্তাদের প্রতি আহবান জানানো হয়। তদুপরি ভেজাল পণ্য উৎপাদনকারি ও বিক্রেতাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের উপর সর্বাধিক গুরুত্বারোপ করা হয়।

You must be Logged in to post comment.

আটোয়ারীতে এমপি রেজিয়া ইসলাম এঁর মতবিনিময় সভা     |     গাংনীতে মুকুল সেবা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     উপজেলা নির্বাচনে মেহেরপুর সদরে ৫ জন ও মুজিবনগরে ৪ জন মনোনয়ন পত্র জমা দিলেন     |     গাংনীতে ‘আশ্রয়’ নামে বৃদ্ধ সেবা ও এতিম শিশু পুণর্বাসন কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ \ শিশু সহ দুই জনের সলিল সমাধি     |     মাদারীপুরের রাজৈরে ৬ জুয়াড়িসহ গ্রেফতার-৮     |     গাংনীতে মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত     |     ঝিকরগাছায় বাঙালিয়ান বর্ষবরণ উৎসব উদযাপন     |     ঝিকরগাছায় প্রবাসী হাবিবের ব্যক্তিগত উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ     |     ঝিকরগাছায় অসুস্থ রোগীদের সেবা দিতে হুইলচেয়ার দিলেন রিতি     |