ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গোদাগাড়ী সীমান্তে ৯ বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ বিজিবি সদস্যরা রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বারুইপাড়া এলাকা থেকে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ৯ বিজিবির অধিনায়ক এস এম আবুল এহসান এক প্রেসনোটে জানান, সোমবার দিবাগত রাতে নায়েব সুবেদার মোঃ কবির উদ্দিন এর নেতৃত্বে গোদাগাড়ী বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৪১/৬-এস হতে আনুমানিক ৬ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে গোদাগাড়ী উপজেলার বারুইপাড়া গোলচত্তর এলাকায় চেকপোষ্ট বসিয়ে যানবাহন তল্লাশী অভিযান পরিচালনা করে। এসময় টহল দল একটি মোটর সাইকেল তল্লাশী করে মোঃ রাসেল মিয়া (২৬) পিতা-মোঃ খায়রুল ইসলাম, গ্রাম- বারুইপাড়া, পোষ্ট ও উপজেলা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী নামে ১ হেরোইন চোরাকারবারীকে ২০০ গ্রাম হেরোইনসহ হাতে নাতে আটক করে। এই ঘটনায় মোঃ বাবু মিয়া (২৮), পিতা-মোঃ সাইফুল ইসলাম গ্রাম-বারুইপাড়া, পোষ্ট ও উপজেলা- গোদাগাড়ী, জেলা-রাজশাহী নামে ১জন হেরোইন চোরাকারবারী পলাতক রয়েছে। আটককৃত হেরোইন চোরাকারবারীকে জব্দকৃত হেরোইন ও মোটর সাইকেলসহ গোদাগাড়ী থানায় মামলা দায়ের এর মাধ্যমে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্যয, পলাতক আসামীর নামেও একই সাথে মামলা দায়ের করা হয়েছে।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |