ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪ ইং | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘাটাইলে আদিবাসী নারীকে নির্যাতনের ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত

রবিউল আলম বাদল ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : ঘাটাইলে আদিবাসী নারীকে নির্যাতনের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহা সড়কের উপজেলা পরিষদের গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয।
বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়নের সভাপতি রুপচান বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ঝন্টু গোস্বামী, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, , বাংলাদেশ ছাত্র আন্দোলনের টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক ফাতেমা রহমান বিথী,ফুলবাড়িয়া থানার আদিবাসী নেতা অখিল বর্মন, ভিকটিমের প্রতিনিধি মহানন্দ বর্মন, বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন নেতা রতন কুমার রায়, বাংলাদেশ কোচ আদিবাসী মধুপুর শাখার নেতা দেবেন্দ্র নাথ বর্মন, গাজীপুর জেলা আদিবাসী নেতা স্বপন কুমার দত্ত, আদিবাসী সমিতির সাধারন সম্পাদক অনিক মৃধা, বাংলাদেশ কোচ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সহসভাপতি চন্দন কোচ বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাগরদীঘি ইউনিয়নের সভাপতি অনিল বর্মন সাধারণ সম্পাদক স্বপন বর্মন প্রমুখ। মানববন্ধন শেষে অভিলম্বে দোষীদের গ্রেফতারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে শহড়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

উল্লেখ, চুরির অপবাদে সন্ধ্যা রানী (৩৫) নামে বর্মন সম্প্রদায়ের এক আদিবাসী নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ ওঠে। ভিকটিম সন্ধ্যা রানীর ছেলে পলাশ (৮) ঘটনার ১৫ দিন আগে মালির চালা গ্রামের মনিরুল ইসলাম ভূইয়ার বাড়ি থেকে ঘুড়ি বানানোর জন্য পত্রিকা নিয়ে আসে। হঠাৎ মনিরুলের বাড়ি থেকে স্বর্ণ ও টাকা-পয়সাসহ মূল্যবান কাগজপত্র চুরি যায়। চুরি সন্দেহে ৩ জানুয়ারি পলাশকে তারা ধরে নিয়ে মারধর করেন এবং মালামাল চুরি করে তার মায়ের কাছে জমা দিয়েছে এ ধরণের কথা বলতে চাপ দেয়। ভয়ে পলাশ স্বীকার করে। পরে শনিবার মামলার আসামিরা সন্ধ্যা রানীর বাড়িতে ঢুকে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে তাকে বাড়ি থেকে ধরে এনে করিম ভূইয়ার বাগানে গাছের সাথে রশি দিয়ে বেঁধে নির্যাতন করে।

You must be Logged in to post comment.

    |     ভূঞাপুরে স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ কর্তন স্ত্রী গ্রেফতার     |     মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সকে আন্তর্জাতিক মানের করা হবে -আ.ক.ম মোজাম্মেল হক এমপি     |     মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকতে হবে           —- রাণীশংকৈলে এমপি সুজন     |     রাণীশংকৈলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত     |     ঝিকরগাছায় ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভা, চিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল     |     ঝিকরগাছায় শব্দদূষণ বন্ধে অবস্থান কর্মসূচি ও ইউএনও’র নিকট স্মারকলিপি প্রদান     |     আটোয়ারীতে এমপি রেজিয়া ইসলাম এঁর মতবিনিময় সভা     |     গাংনীতে মুকুল সেবা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     উপজেলা নির্বাচনে মেহেরপুর সদরে ৫ জন ও মুজিবনগরে ৪ জন মনোনয়ন পত্র জমা দিলেন     |