ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঘাটাইলে জমি জবর দখলের পায়তারার সংবাদ প্রকাশের জেরে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে উঠেছে

আঃ রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বীরসিংহ গ্রামে স্থানীয় একটি প্রভাবশালী মহল সংঘবদ্ধ হয়ে একই গ্রামের নিরিহ গোলাপ হোসেনের বৈধ্য ৯ শতাংশ বশত বাড়ি ও আবাদি ভিটাটি স্থানীয় একটি প্রভাবশালী মহল জবর-দখলের পায়তারা করে রোপনকৃত পর্যাপ্ত কলাগাছ কেটে ক্ষয়-ক্ষতি করেছে। বাদী মোঃ গোলাপ হোসেন, পিতা- মেহার আলী ঘাটাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে। জালিয়াতি মামলা নং- ৪৬১/২০২০, এস, এ দাগ নং- ৭৪৩, মৌজা- বীরসিংহ। গোলাপ হোসেনের মামলার বিবরণে জানাযায়, তাহার বৈধ্য ৯ শতাংশ জমিতে, অবৈধ ভাবে বিবাদী মোঃ হাবিবুর রহমান তালুকদার (মিরন), মোঃ তাইবুর রহমান তালুকদার (হিরন), উভয়ের পিতা- আলতাব হোসেন গং, সংঘবদ্ধ হয়ে অসৎ উদ্দেশ্যে উক্ত জমি সংক্রান্ত কাগজ-পত্র জালিয়াতি করে বৈধ জমির মালিক গোলাপ হোসেনের ক্ষয়-ক্ষতি, প্রাণ নাশের হুমকী ও গত ৩০ এপ্রিল ২০২১ শুক্রবার দুপুরে উক্ত বাড়ি-ভিটার রোপনকৃত পর্যাপ্ত কলাগাছ কেটে ফেলেছে সংঘবদ্ধ প্রভাবশালী চক্ররা। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে গত ৩ মে ২০২১ই দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকায় ও গত ২ মে ২০২১ ইং তারিখে আজকের রিপোর্ট ডট কম অনলাইন পত্রিকায় সংবাদটি প্রকাশিত হলে উপরোক্ত বিবাদী মোঃ হাবিবুর রহমান তালুকদার (মিরন), মোঃ তাইবুর রহমান তালুকদার (হিরন), উভয়ের পিতা- আলতাব হোসেন গং, ক্ষিপ্ত হয়ে বাদী মোঃ গোলাপ হোসেনকে মারপিট, নানা প্রকার হুমকী ও মিথ্যা মামলা করবে বলিয়া ভয়-ভীতি প্রদর্শন করিতেছে। প্রকাশিত উক্ত সংবাদটি পত্রিকায় প্রকাশ হলে পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি আঃ রশিদ তালুকদারকে উক্ত সত্য সংবাদের প্রতিবাদ দিতে একই গ্রামের আওয়ামীলীগের স্থানীয় নেতা মোঃ জাকির হোসেন (বাবু), লোকেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আকরাম হোসেন খানকে দিয়ে মুঠোফোনে যোগাযোগ করান। জেলা প্রতিনিধি মিথ্যা প্রতিবাদের সংবাদ প্রাকাশে অস্বীকৃতি জানালে, বিবাদী পক্ষ অন্য একটি পত্রিকায় মিথ্যা প্রতিবাদ প্রকাশ করিয়েছে। সম্প্রতি টাঙ্গাইল আদালতে মোঃ গোলাম মোস্তফা (মজিদ) বাদী হয়ে, বিবাদী মোঃ হাবিবুর রহমান তালুকদার (মিরন), মোঃ তাইবুর রহমান তালুকদার (হিরন), উভয়ের পিতা- আলতাব হোসেন গংদের বিরুদ্ধে ১০৭ ধারা মামলা করে। বিবাদীগন আদালতে মুচলিকা দিলেও জমির মালিক গোলাপ হোসেন ও তার নিকট আত্মিয় মোঃ গোলাম মোস্তফা (মজিদ তালুকদার) কে বিভিন্ন সময়ে প্রাণ নাশের হুমকী প্রদান করে আসছে বিবাদী গং। ৪৬১ নং/২০২০ জালিয়াতি মামলাটি তদন্তধীন রয়েছে। বাদী গোলাপ হোসেন জানান, আমার বৈধ্য ৯ শতাংশ জমির রক্ষার স্বার্থে মামলা করেছি। আমি ন্যায় বিচারের জন্য প্রশাসনের সঠিক হস্তক্ষেপ কামনা করছি। বিবাদী মোঃ হাবিবুর রহমান তালুদার (মিরন), মোঃ তাইবুর রহমান তালুকদার (হিরন) তাদের নিকট মুঠোফোনে যোগাযোগ করেও পাওয়া যায় নাই। বাদী গোলাপ হোসেনের বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করে। তার বাড়িতে স্ত্রী, এক পুত্র ও এক কন্যা ভয়ভীতির মধ্যে দিন অতিবাহিত করছে। এলাকার বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, বিবাদীগং দ্বারা অসহায় পরিবারটির যে কোন মুহুর্তে ক্ষয়-ক্ষতি করার আসংখ্যা রহিয়াছে।

You must be Logged in to post comment.

ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদারীপুর কে.আই হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প     |     একের পর এক মরছে গরু, সীমান্তে আতঙ্কে দুই গ্রামের মানুষ     |     পঞ্চগড়ে স্বাধীনতা দিবস উপলক্ষে গরীব ও দুঃস্থদের মাঝে বিজিবির ইফতার বিতরণ।     |     যথাযথ মর্যাদায় পঞ্চগড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       |     মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত     |