ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘাটাইলে বীর মুক্তিযোদ্ধা প্রখ্যাত ছড়াকার নূর হোসেন তালুকদারের স্মরণ সভা অনুষ্ঠিত

ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃশুক্রবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বীর মুক্তিযোদ্ধা প্রখ্যাত ছড়াকার ও সাবেক অতিরিক্ত সচিব নূর হোসেন তালুকদার (আলম তালুকদার) এর ৬৫তম জন্মবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত।ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার ঘাটাইল প্রতিনিধি,খান ফজলুর রহমানের সভাপতিতে,¡ ঘাটাইল প্রেস ক্লাব আয়োজিত, ঘাটাইল প্রেস ক্লাব কার্যালয়ে স্মরণ সভায় বক্তব্য রাখেন, লেখক গবেষক সাংবাদিক জুলফিকার হায়দার,জিবিজি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ শামছুল আলম মনি,৭০ এর দশকের প্রখ্যাত ছড়াকার সোহরাব পাশা,সরকারী কলেজের প্রফেসর,এনসিটি সাবেক সদস্য মাহমুদ দিদার,জিবিজি সরকারী কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান,ডঃ মমতাজ বেগম,উদিচী শিল্পি গোষ্ঠির টাঙ্গাইল জেলা সিনিয়র সহসভাপতি,খন্দকার মনিরুজ্জামান,সাংস্কৃতিক ও নাট্য ব্যক্তিত্ব হাসান কায়কোবাদ জজ,অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, ঘাটাইল প্রেস ক্লাবের সহসভাপতি দৈনিক যায়যায়দিন পত্রিকার ঘাটাইল প্রতিনিধি,উত্তম আর্য্য,
দৈনিক ভোরের কাগজ ঘাটাইর প্রতিনিধি,ঘাটাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল আলম বাদল,সাংবাদিক মাজহারুল ইসলাম শিহাব,যুগ্ম সাধারণ সম্পাদক আমার সংবাদ পত্রিকার ঘাটাইল প্রতিনিধি,এশিয়ান টিভি উত্তর টাংগাইল প্রতিনিধি,আব্দুল লতিফ,দৈনিক আমার সময় ঘাটাইল প্রতিনিধি,আল আমীন,বিডি ষ্টার টিভি টাঙ্গাইল প্রতিনিধি হেলাল তালুকদা,ঘাটাইল মিডিয়া মোহাম্মদ আশিক,ভোরের ডাক ও জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধি বিধান রায়, দৈনিক পত্রিকার ঘাটাইল প্রতিনিধি সবুজ সরকার সৌরভ,দেশ নিউজ টিভি আল আমীন বিপ্লব,উপজেলা নবীনলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন তুষার,উপজেলা যুবলীগ সদস্য এসএম বাবলু প্রমুখ।বক্তারা নূর হোসেন তালুকদারে কর্মময় জীবন নিয়ে বিশিষ্ট্য ব্যক্তিরা আলোচনা করেন।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |