ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে প্রথম বিভাগ ক্রিকেটলীগ এর উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ প্রথম বিভাগ ক্রিকেটলীগ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে ক্রিকেটলীগের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই ক্রিকেটলীগে মোট ১০টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সদর উপজলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল হান্নান মাস্টার ও শফিকুল আলম ভোতা, ক্রিকেট কমিটির সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মোঃ জামাল আব্দুল নাসের পলেন, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, কোষাধ্যক্ষ বদিউজ্জামান বুধু, জোসনারা অটো রাইস মিলের স্বত্তাধিকারী ও গ্রামীণ ট্রাভেলস্ এর মালিক মোঃ মোখলেশুর রহমান, সদস্য ও জেলা ক্রিকেট কোচ মশিউর রহমান মিঠু, সদস্য আজমল হোসেনসহ অন্যরা। উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করে মিতালী সংঘ বনাম পাইওনিয়ার ক্রিকেট দল। আম্পায়ারের দায়িত্ব পালন করেন শেখ ফরিদ সায়েম ও আব্দুল্লাহিল কাফি জনি। প্রথম বিভাগ ক্রিকেটলীগে অংশ গ্রহণকারী দলগুলো হচ্ছে, পদ্মা গ্রুপে-মিতালী সংঘ, পাইওনিয়ার ক্রিকটে দল, সবুজ সংঘ, রহনপুর মুক্তমহাদল ও কানসাট ক্লাব এবং মহানন্দা গ্রুপে-আলীনগর গ্রুপ, জেলা হ্যান্ডবল একাডেমী, নবাবগঞ্জ ক্রিকটে দল (এন.সি.সি), বন্ধন ক্রীড়াঙ্গন ও রংধনু বহুমুখী সমাজ কল্যান প্রতিষ্ঠান।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |