ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪ ইং | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ মহিলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ॥ সভাপতি মর্জিনা হক ॥ সম্পাদক সুলতানা রাজিয়া

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে। সম্মেলনে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহবায়ক মিসেস মর্জিনা হককে সভাপতি ও নবাবগঞ্জ সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়াকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে সহ-সভাপতি হিসেবে শাকিনা খাতুন পারুল, সহ-সাধারণ সম্পাদক পদে মোসাঃ হালিমা খাতুন, সাংগঠনিক সম্পাদক পদে খালেদা খাতুন কাকলীর নামসহ কয়েকটি পদের নাম ঘোষণা করা হলেও পুর্ণাঙ্গ কমিটি পরবর্তীতে ঘোষণা দেয়া হবে বলে জানা গেছে সম্মেলন আয়োজক কমিটি। রবিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সাফিয়া খাতুন। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম। বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহবায়ক মর্জিনা হক এর সভাপতিত্বে বিশেষ বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের তথ্য বিষয়ক সম্পাদক সৈয়দা রাজিয়া মোস্তফা, সদস্য নুসরাত ফারজানা ইলোরা, নামসুন নাহার পারভীন, শাকিনা খাতুন পারুল, শাহিদা আকতার রেখা। এসময় বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলোয়া পারভীন রঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন রুখসানা, সাংগঠনিক সম্পাদক শিখা চক্রবর্তী ও সুরাইয়া বেগম ইভা, নবাবগঞ্জ সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, জেলা পরিষদের সদস্য শান্তনা হক শান্তা, জেলা মহিলা আওয়ামীলীগের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক হালিমা খাতুনের সঞ্চালনায় সম্মেলনে জেলার সকল উপজেলার প্রায় ২ সহ¯্রাধিক মহিলা কর্মীরা অংশ নেয়। বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বিবরণ তুলে ধরে আগামী নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় নিয়ে এসে দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখার আহবান জানান।

You must be Logged in to post comment.

বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |     গাংনীতে মুকুল সেবা সংঘের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে সামাজিক নিরাপত্তা র্কসূচীর আওতায় বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন সরকারি অনুদানের চেক বিতরণ     |     বোদায় প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     ঘাটাইলে শিশু বাচ্চার লাশ উদ্ধার      |