ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ হোসেন খান, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, জেলা তথ্য অফিসার ওহেদুজ্জামান, মনিব উদ দৌলা চৌধুরীসহ অন্যরা। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান, নবাবগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান ড. প্রফেসর মাযহারুল ইসলাম তরু, চাঁপাইনবাবগঞ্জ এন.এস.আই’র উপ-পরিচালক আলহাজ্ব মোঃ শামসুজ্জোহা, পিপি এ্যাড. জোবদুল হক, প্রবীন সাংবাদিক তালেবুন্নবী, মুক্তিযোদ্ধা অধ্যাপক ইব্রাহীম, মুক্তিযোদ্ধা খাইরুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল লতিব, জেলা ক্রীড়া অফিসার আকতারুজ্জামান রেজা তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ সাইদুর রহমান, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. এজাবুল হক বুলি, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি এমরান ফারুক মাসুম, সাধারণ সম্পাদক ও “দৈনিক চাঁপাই দর্পণ” এর সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, সাপ্তাহিক সোনামসজিদের সম্পাদক মোহা. জোনাব আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা, গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমেদ, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাড. ইয়াসমিন সুতলাতা রুমাসহ সরকারী বিভিন্ন দপ্তরের প্রধান, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া কর্মী, স্থানীয় সংস্থার নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় দিবসটি যথাযথভাবে জেলায় পালনের জন্য বিভিন্ন কর্মসুচী পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় মহান স্বাধীনতা দিবসের বিভিন্ন কর্মসূচি বিষয়ে আলোচনা করেন। এছাড়া একই সভায় ২৫ মার্চ জাতীয়ভাবে গণহত্যা দিবস পালনের বিষয়ে শহীদদের স্মরণ, আলোকচিত্র প্রদর্শনি, প্রমাণ্য চিত্র প্রদর্শণ, আলোচনা সভা, মোনাজাত ও বিশেষ প্রার্থণাসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। একই সভায় বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ায় ২০ থেকে ২৫ মার্চ বিভিন্ন কর্মসুচী হাতে নেয়া হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২০ মার্চ বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, আলোক চিত্র প্রদর্শণী, গণমাধ্যমকর্মীদের নিয়ে গোলটেবিল বৈঠক, শিক্ষার্থীদের নিয়ে প্রচারণা ও অবহিতকরণ সভা, শহরের গুরুত্বপূর্ণ স্থানসহ পুরো শহর সুসজ্জিত করাসহ বিভিন্ন কর্মসুচী পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

You must be Logged in to post comment.

বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |