ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চিরিরবন্দরে স্বল্প পুজিঁতে হোল্ডিং বাড়ীতে গরু মোটাতাজাকরণ করে বেকার যুবকদের ভাগ্যের পরিবর্তন

 

চিরিরবন্দর দিনাজপুরপ্ প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দরে দেড় শতাধিক ডেইরী ফার্ম রয়েছে । এই ডেইরী ফার্ম গুলোতে ষাঁড় মোটাতাজাকরন ও গাভী পালন করা হচ্ছে । হোল্ডিং বাড়ী গুলোতেও গরু মোটাতাজাকরন করে স্বাবলম্বী হচ্ছে অনেক বেকার যুবক । উপজেলার পশুর চাহিদা মিটিয়ে রাজধানীসহ বিভিন্ন এলাকায় পশুর চাহিদা মিটিয়ে আসছে এই এলাকার গো-খামারীরা। অল্প সময়ে কম পরিশ্রমে ষাঁড় মোটাতাজাকরন লাভজনক হওয়ায় অনেক বেকার যুবক ডেইরী ফার্মেও পাশাপাশি হোল্ডিং বাড়ীতে এই গরু পালন করছে। একদিকে যেমন নিজের বেকারত্ব দুর হচ্ছে অন্য দিকে দেশীয় আমিষের চাহিদা পুরন হচ্ছে । উন্নত জাতের গরু র পালনের পাশাপাশি দেশীয় প্রজাতির গরু র মোটাতাজাকরন করা হচ্ছে । খামার গুলোতে গো-খাদ্য হিসাবে কাঁচা ঘাস, চপর, ভূষি, আকারী ,খুদি চালের ভাত, ফিট , ভুট্টার গুড়া ,শুকনো খড়সহ ভিটামিন , মিনারেল এবং শর্করা জাতীয় খাবার সরবারাহ করা হচ্ছে। এদিকে বাজার থেকে ছোট আকারের ষাঁড় ক্রয় করে আনার পর লিভারমিজল, ট্রাইক্ল্যাবেন্ডাজল, এলবেন্ডাজল, ফেনবেন্ডাজল, নাইটসিনিল গ্রুপের কৃমিনাশক ঔষধ ব্যবহার করা হয় । এরপর নিয়মিত গো খাবার ও পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিয়মিত গোসল করার চার থেকে ছয় মাস পালন করার পর গরু র মোটাতাজাকরন হয়ে যায় । বিভিন্ন ফার্মে গরু র ক্রেতারা তাদের ইচ্ছামত গরু দেখে গরু ক্রয় করতে পারে । এ ছাড়াও হোল্ডিং বাড়ীতে ক্রেতারা গিয়ে গরু ক্রয় করে নতুবা পার্শ¦বর্তী হাটে গরু বেচাকেনা করা হয় । উপজেলার পশু সম্পদ কর্মকর্তাসহ বিভিন্ন এলাকায় পশু চিকিৎসকেরা গরু র খামারীদের খামারে গিয়ে চিকিৎসা সেবা প্রদান করায় এই এলাকায় গরু মোটাতাজাকরন গো-খামারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে । গরু পরিস্কার পরিচ্ছন্নতা বাজার রাখাসহ সুষম খাবার সরবরাহ করছে শ্রমিকেরা । গরুর ব্যবসায়ীরা ডেইরী ফার্ম থেকে গরু ক্রয় করে বিভিন্ন হাট বাজারে নিয়ে যায় । সেই সাথে পশু চিকিৎসক দ্বারা গরু পরীক্ষা করে সুস্থ ,সবল , গরু সরবরাহ করার চেষ্টা করে ব্যবসায়ীরা । হোল্ডিং বাড়ীতে গরু মোটাতাজাকরন কাজে বাড়ীর সকল সদস্যরা সহযোগিতা করে থাকে । উপজেলা প্রানী সম্পদ অফিসার ডা: আবু সাঈদ জানান, উপজেলা পশু সম্পদ কর্মকর্তাদের সহযোগিতা ও পরামর্শে গরু মোটাতাজাকরন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এই উপজেলায় প্রায় ২২ হাজার গরুর মোটাতাজাকরন করা হয়ে থাকে । শুধুমাত্র সুষম গো খাবার সরবরাহ করে এই অঞ্চলের গরু মোটাতাজাকরন করার কারনে এই এলকার পশুর ব্যাপক চাহিদা রয়েছে । সেই সাথে স্বল্প পুজিঁতে হোল্ডিং বাড়ীতে গরু মোটাতাজাকরন করে নিজেরদের ভাগ্যের পরিবর্তন করছে অনেক বেকার যুবক ।

You must be Logged in to post comment.

ঝিকরগাছার পল্লীতে মেয়েকে খুঁজে না পেয়ে থানায় অভিযোগ     |     মাদারীপুরে ৮শ’ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস     |     ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে ছাত্রের মরদেহ উদ্ধার     |     গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |