ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪ ইং | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চেলা নদী‌তে ১১‌টি মোবাইল,৪‌টি হাতকড়া ও জব্দকৃত মালামাল লুট ছাতকে বালু মহাল ইজারাদারদের হামলায় নৌ পু‌লি‌শের ও‌সিসহ ৬

আহত ছাতক (সুনামগঞ্জ) প্রতি‌নি‌ধি, ছাত‌কে চেলা নদী‌তে অ‌বৈধভা‌বে যা‌ন্ত্রিক মে‌শিন দিয়ে বালু ও পাথর উ‌ত্তোল‌নের সংবাদ পে‌য়ে নিয়‌মিত অ‌ভিযান চা‌লি‌য়ে ৪ টি বোমা মে‌শিন আটক ক‌রে‌ নৌ পু‌লিশ। আট‌কের ঘটনার খবর পে‌য়ে ইজারাদার ক্ষোব্দ হ‌য়ে হাজী বুলবুল ও আলা উ‌দ্দি‌নের নেতৃ‌ত্বে ৪‌ নৌকা নি‌য়ে নৌ পু‌লিশের উপর অত‌কিত হামলায় অ‌ফিসার ইনচাজ মঞ্জুর আলমসহ ৬ পু‌লিশ আহত হ‌য়ে‌ছেন। আশংকাজনক ও‌সি সহ ৩ জন‌কে ছাতক হাসপাতা‌লে ভ‌তি করা হ‌য়ে‌ছে। গত রোববার সন্ধ‌্যা ৭ টার ছাতক উপ‌জেলার ইসলামপুর ইউ‌নিয়‌নের নিয়ামত পুর গ্রামের সামনে চেলা নদী‌তে হামলার এ ঘটনা ঘ‌টে। জানা যায়, যা‌ন্ত্রিক মে‌শিন দি‌য়ে চেলা নদী‌তে অ‌বৈধ ভা‌বে বালু উ‌ত্তোলনের খবর পে‌য়ে ঘটনাস্থলে গি‌য়ে ৪‌ বোমা মে‌শিন আটক ক‌রে নৌ পু‌লিশ। আটককৃত মালামাল জব্দকৃত মা‌লের সিজারলি‌স করায় সময় ইজারাদার হাজী বুলবুল ও আলাউ‌দি‌নের নেতৃ‌ত্বে নৌ পু‌লি‌শের উপর অত‌কিত হামলা চা‌লি‌য়ে ১১‌টি মোবাইল ফোন,৪‌টি হাতকড়া জব্দকৃত মালামাল ও নৌ পু‌লি‌শের গুরুত্ব ফাইল লুটপাট ক‌রে‌ নি‌য়ে‌ছেন ব‌লে নৌ পু‌লিশ অ‌ভি‌যোগ করেন। তারা হামলায় চা‌লি‌য়ে নৌ পু‌লি‌শের অ‌ফিসার মজুর আলম‌কে মারপি‌ঠ ক‌রে ও নৌকা থে‌কে তা‌কে সুরমা নদী‌তে ফে‌লে দেয়া ইজারাদারা। ও‌সি মজুর আলমসহ ৬জন‌কে নৌ পু‌লিশ‌কে রাতে চেলা নদী থে‌কে আহত অবস্থায় জনতা উদ্ধার ক‌রে নিয়ামত পুর গ্রা‌মের সা‌বেক সেনা সদস‌্য আনা মিয়ার বা‌ড়ি‌তে নি‌য়ে তা‌দেরকে ইজারাদার‌দের হাত থে‌কে রক্ষা ক‌রেন এলাকার লোকজন। প‌রে তা‌দের‌কে এলাকাবা‌সির লোকজনের মাধ‌্যমে ছাতক হাসপাতা‌লে ভ‌তি করা হ‌য়ে‌ছে। আহতরা হ‌লেন নৌ পু‌লিশ ফা‌ড়ির ইনচার্জ মঞ্জুর আলম,এস আই হা‌বিবুর রহমান,এ এস আই সবুজ হো‌সেন,সাধারন পু‌লিশ শা‌বিবর আহমদ,শাহ জামাল ও সৌরভ কুমার দেব। এব‌্যাপা‌রে ইজারাদার‌দের স‌ঙ্গে একা‌ধিক মোবাই‌লে যোগা‌যোগে চেষ্টা ক‌রে তাদের মোবাইল বন্ধ থাকার বক্তব‌্য নেয়া যা‌চ্ছে না । এ ব‌্যাপা‌রে ও‌সি শেখ না‌জিম উ‌দ্দিন এঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন হামলাকা‌রি‌দের বিরু‌দ্ধে মামলা প্রস্ত‌তি চল‌ছে। এ ঘটনার খবর পে‌য়ে নৌ পু‌লিশ এস‌পি চম্পা ইয়া‌মিন গত সোমবার আহত‌দের দেখ‌তে ছাতক হাসপাতা‌লে ছু‌টে আ‌সেন। এ ঘটনার তীব্র নিন্দা জা‌নি‌য়ে ব‌লেন অপরা‌ধি যে হোক তা‌দের কোন ছাড়া দেয়া হ‌বে। এ হামলার ঘটনার খবর পে‌য়ে সুনামগঞ্জ জেলার পু‌লিশ সুপার মিজানুর রহমান বি‌পিএম আহত‌দের দে‌খতে আস‌ছে ছাতক হাসপাতা‌লে। এ সময় হামলাকা‌রি‌দের গ্রেফতার লুটকৃত মালমাল উদ্ধারের নি‌দেশ দেন। পু‌লিশ হামলাকা‌দির গ্রেফতা‌রে ল‌ক্ষে বি‌ভিন্ন স্থা‌নে অ‌ভিযান চল‌ছে ব‌লে পু‌লিশ জানি‌য়ে‌ছেন।

You must be Logged in to post comment.

    |     ভূঞাপুরে স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ কর্তন স্ত্রী গ্রেফতার     |     মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সকে আন্তর্জাতিক মানের করা হবে -আ.ক.ম মোজাম্মেল হক এমপি     |     মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকতে হবে           —- রাণীশংকৈলে এমপি সুজন     |     রাণীশংকৈলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত     |     ঝিকরগাছায় ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভা, চিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল     |     ঝিকরগাছায় শব্দদূষণ বন্ধে অবস্থান কর্মসূচি ও ইউএনও’র নিকট স্মারকলিপি প্রদান     |     আটোয়ারীতে এমপি রেজিয়া ইসলাম এঁর মতবিনিময় সভা     |     গাংনীতে মুকুল সেবা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     উপজেলা নির্বাচনে মেহেরপুর সদরে ৫ জন ও মুজিবনগরে ৪ জন মনোনয়ন পত্র জমা দিলেন     |