ঢাকা, মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪ ইং | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছাতকে কঠোর লকডাউন বিধিনিষেধ আইন অমান্য করায় ভ্রাম্যমান আদালতের অভিযান

আরিফুর রহমান মানিক ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে কঠোর লকডাউনের ৪র্থ দিনে প্রশাসনের নজদারী ছিল চোখে পড়ার মতো। শহর সহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে দিনভর সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের টহলের পাশাপাশি ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বিধিনিষেধ অমান্যকারী ব্যক্তি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২৫ টি মামলায় ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে। বিভিন্ন অপরাধে ৬ জনকে আটক করে মুচলেখা ও জরিমানা আদায় করে ৪জন ছেড়ে দেয়া হলেও ডাক্তার না হয়ে রোগী চিকিৎসা পত্র প্রদান করার অপরাধে দু’ ফার্মেসী ব্যবসায়ীকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার হাওলায় দেয়া হয়। রোববার দুপুরে ছাতক শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুনুর রহমান। সরকারী বিধিনিষেধ অমান্য করার অপরাধে ব্যক্তি ও ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ১৬টি মামলায় ১৩ হাজার ৪শ’ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। এসময় কাঁচাবাজার, ফলের দোকান, হোটেল রেস্তোরা ব্যবসায়ীকে সর্তক দেয়া হয় এবং ফাম্মেসী ব্যবসায়ীকে স্বাস্থ্যবিধি মেনে ওষুধ বেচা-কেনা করার পরামর্শ দেয়া হয়। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত ছাতক শহর ও গোবিন্দগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস শীল। লকডাউনে সরকারী বিধিনিষেধ অমান্য করা অপরাধে ৯ টি মামলায় ৭ হাজার ৬শ’ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। এ সময় থানা পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

You must be Logged in to post comment.

আটোয়ারীতে এমপি রেজিয়া ইসলাম এঁর মতবিনিময় সভা     |     গাংনীতে মুকুল সেবা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     উপজেলা নির্বাচনে মেহেরপুর সদরে ৫ জন ও মুজিবনগরে ৪ জন মনোনয়ন পত্র জমা দিলেন     |     গাংনীতে ‘আশ্রয়’ নামে বৃদ্ধ সেবা ও এতিম শিশু পুণর্বাসন কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ \ শিশু সহ দুই জনের সলিল সমাধি     |     মাদারীপুরের রাজৈরে ৬ জুয়াড়িসহ গ্রেফতার-৮     |     গাংনীতে মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত     |     ঝিকরগাছায় বাঙালিয়ান বর্ষবরণ উৎসব উদযাপন     |     ঝিকরগাছায় প্রবাসী হাবিবের ব্যক্তিগত উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ     |     ঝিকরগাছায় অসুস্থ রোগীদের সেবা দিতে হুইলচেয়ার দিলেন রিতি     |