ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জমকালো আয়োজনে শৈলকুপায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ থেকে: ঝিনাইদহের শৈলকুপায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শৈলকুপা উপজেলা আসাফোর সভাপতি গোপাল দে’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইদুর রহমান সজল। এছাড়াও সংসদ সদস্য ও বিশিষ্ট সংগীত শিল্পি মমতাজ বেগম, চিত্রনায়ক ফেরদৌস এবং সংগীত শিল্পি কাজী শুভ, প্রিয়াংকাসহ খ্যাতিনামা শিল্পিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত হয়। এছাড়াও আসাফোর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শনিবার রাতে কেক কেটে ও বর্ণিল আতষবাজির মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অনুষ্ঠানে আগত হাজারো কন্ঠে ধ্বনিত হয় ‘শুভ শুভ শুভদিন, বঙ্গবন্ধুর জন্মদিন’। অনুষ্ঠানে আমন্ত্রিত অংকুর নাট্যগোষ্ঠির শিল্পিরা বঙ্গবন্ধুকে নিয়ে গিতিনাট্য পরিবেশন করেন। অনুষ্ঠানে উপজেলাসহ আশপাশ এলাকা থেকে হাজার হাজার নারী-পুরুষ উপস্থিত হয়। গানে গানে দর্শকদের মন মাতিয়ে তোলেন শিল্পিবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার তারেক আল মেহেদী ও শৈলকুপা থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেনসহ কর্মকর্তাবৃন্দ।

You must be Logged in to post comment.

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |